নিজস্ব প্রতিবেদকঃ প্রতি বছরের ন্যায় এবারও গত ৩০জুলাই ২০২৩ রোজ রবিবার সিলেট কমিউনিটি ইন সাউথ কোরিয়া, উদ্যেগে কোরিয়ার গ্রীষ্মকালীন ছুটিকে সামনে রেখে ৫ম গ্রীষ্মকালীন আনন্দ ভ্রমণের আয়োজন করা হয়।
গ্রীষ্মকালীন ছুটির দিন হওয়ার বিভিন্ন এলাকা থেকে ছুটে এসেছেন কমিউনিটির নেতৃবৃন্দ,শুভাকাঙ্খী ও অথিতি বৃন্দ।
যতাক্রমে (৩টি শহর) কিম্পু,কোয়াংজু, কাপ্পাই শহর থেকে ৫টি বাসে প্রায় ২২০জন ভ্রমণপিপাসু নিয়ে সকাল ৭ঘটিকায় পবিত্র কোরআন তেলয়াতের মাধ্যমে যাত্রা শুরু করে সকচো সমুদ্র সৈকতের উদ্দেশ্যে, দুপুর ১২টায় সকচো সমুদ্র সৈকতে পৌয়াছ। সম্মিলিত কন্ঠে জাতীয় সঙ্গীতের মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হয়। দুপুর ১২:৩০মিনিটে পরিবেশন করা হয় দুপুরে খাবার।দুপুরের খাবার শেষে সমুদ্র স্নান করে বিকাল ৪টায় শুরু হয় সমাপনী অনুষ্ঠান। সমাপনী অনুষ্ঠানে কমিউনিটি উপদেষ্টা গিরিজা প্রসাদ ভট্টাচার্য,মাসুম খান,জাহাঙ্গীর আলম,আব্দুল মানিক,মহবুব আহমেদ,মারুফ আহমেদ ও
সভাপতিঃনজরুল ইসলাম
সাধারণ সম্পাদকঃ এমাদ উদ্দিন এমাদ,এর উপস্থিতিতে আসাদুজ্জামান সজিব এর সঞ্চালনায় বক্তব্যের শুরুতে উপদেষ্টাবৃন্দ ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন যেসব ১২টি কোম্পানি সিলেট কমিউনিটি ইন সাউথ কোরিয়াকে স্পনসর করে সহযোগিতার হাত বাড়িয়েছেন সেই সকল প্রতিষ্টানের পরিচালক গণের প্রতি। সে সময় স্পনসর দাতাদের মধ্যে উপস্থিত ছিলেন- গ্রেন্ড ইলেকট্রনিক্স কোঃ পরিচালক রফিকুল ইসলাম ভুট্টো, ন্যাশনাল ফুডস মার্টের পরিচালক শামিম রেজা,রয়েল গ্লাস কোঃ পরিচালক তফাজ্জল হোসেন রনো,টিুটু ট্রাভেলস এর পরিচালক কিম টিট,
SENTBE রেমিটেন্স কোম্পানির প্রতিনিধি তৌফিক আহমেদ,এশিয়ান হালাল মার্ট পরিচালক আবুল কালাম আজাদ,গ্রিন এশিয়া রেস্টুরেন্ট এন্ড মার্ট পরিচালক মুক্তা আক্তার। এছাড়াও স্পনসর করেছেন ভিক্টোরি ট্রাভেলস,জামান মার্ট,সোহান সুপার হালাল ফুড,জামান এয়ার ফিল্টার।
বক্তারা তাদের বক্তব্যে সিলেট কমিউনিটি ইন সাউথ কোরিয়ার নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়েছেন এতো সুন্দর মিলন মেলার আয়োজন করার জন্য। ভবিষ্যতেও সিলেট কমিউনিটি পাশে থেকে উৎসাহ উদ্ধিপনা ও সহযোগিতার হাত বাড়ানো আশাবাদ ব্যক্ত করেছেন। উপদেষ্টা মন্ডলির পক্ষ থেকে অনুষ্ঠান আয়োজক টিমের
প্রত্যেক নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়েছেন এতো কষ্টের বিনিময়ে সফল ও সুন্দর প্রোগ্রাম আয়জনের জন্য। নতুন নেতৃত্বের গতি আরো প্রসারিত হোক সেই শুভ কামনা করেন। আগত সকল কমিউনিটির নেতৃবৃন্দ ও অথিতি গণের প্রতি আন্তরিক অভিনন্দন ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয় সবার আগমন কমিউনিটি মিলন মেলাকে আরো আনন্দময় করেছে। সমাপনী অনুষ্ঠানে সভাপতি নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক এমাদ উদ্দিন এমাদ,স্পনসর কোম্পানির অথিতি গণের হাতে বিশেষ সম্মাননা ক্রেস্ট তুলে দেন। নজরুল ইসলামের সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি করে সন্ধ্যা ৬টায় বাসার উদ্দেশ্য রওনা দেয়া হয়।
Leave a Reply