আবদুর রহমান, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ
করোনাভাইরাস আতঙ্কের মধ্যে দিয়ে জীবন-যাপন করছে মানুষ। সবকিছু বন্ধ হয়ে যাওয়ায় কর্মহীন হয়ে পড়েছেন শ্রমজীবীরা। সরকারিভাবে দুস্থ, অসহায় মানুষদের সহায়তা দেয়া হচ্ছে। পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগে ত্রাণ সহায়তা দিচ্ছেন জনপ্রতিনিধিরা। করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে সারা দেশের মতো রামগঞ্জেও প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে লক্ষ্মীপুর-১ আসনের এমপি ড. আনোয়ার খান ও লক্ষ্মীপুর জেলা যুবলীগের সভাপতি সালাহউদ্দিন টিপুর অনুপ্রেরণায় রামগঞ্জ উপজেলা ও পৌর যুবলীগের খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে । ০৯ এপ্রিল বৃহস্পতিবার রামগঞ্জ পৌর বাসস্ট্যান্ড হিমালয় কাউন্টারের সামনে থেকে নিম্ন আয় ও ছিন্নমূল মানুষদের মাঝে এই খাদ্যসামগ্রী বিতরন কার্যক্রম শুরু করা হয়। প্রায় ১০০০ টি পরিবারের মাঝে বিতরণ করা হবে উক্ত খাদ্যসামগ্রী। এসময় খাদ্যসামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন রামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ.ক.ম রুহুল আমিন, সাবেক পৌর মেয়র ও পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বেলাল আহমেদ,উপজেলা যুবলীগের আহবায়ক ও জেলা পরিষদের সদস্য সৈকত মাহমুদ সামচু,পৌর যুবলীগের আহবায়ক ও প্যানেল মেয়র মামুনুর রশীদ আকন্দ, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক এস এম মোজাম্মেল হক,উপজেলা যুবলীগের সদস্য সচিব মোঃ বিল্লাল হোসেন প্রকাশ সৌদি বিল্লাল,পৌর ৯নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আহসান হাবীব,পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক রাশেদুল ইসলাম,উপজেলা যুবলীগের সদস্য জনি বনিক,মানিক গাজী, লামচর ইউনিয়ন যুবলীগের সভাপতি মিজানুর রহমান সোহাগ সহ প্রমখ।
এই সময় উপজেলা যুবলীগের আহবায়ক সৈকত মাহমুদ সামচু ও পৌর যুবলীগের আহবায়ক মামুনুর রশীদ আকন্দ বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে ও রামগঞ্জ আসনের মাননীয় এমপি ড. আনোয়ার খান, জেলা যুবলীগের সভাপতি সালাহউদ্দিন টিপু ভাইয়ের অনুপ্রেরণায় আমরা উপজেলা ও পৌর যুবলীগের উদ্যোগে দুস্থদের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম হাতে নেই।যাদের ঘরে খাবার থাকবে না যুবলীগের নেতৃবৃন্দ তাদের ঘরে খাবার পৌঁছে দিবে।করোনাভাইরাস সংক্রমন প্রতিরোধ না হওয়া পর্যন্ত আমাদের যুবলীগের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।
Leave a Reply