ইতালী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান ইকবাল বলেন, আগস্ট মাস আমাদের হৃদয়ে রক্তক্ষরণের মাস, বেদনার মাস এবং আমরা স্মৃতিহারা হয়ে যাই এই মাসে। এই আগস্ট মাসে সেই স্বাধীনতা বিরোধী শক্তিরা যারা এই দেশটাকে নিয়ে নানাভাবে ষড়যন্ত্রে লিপ্ত ছিল এখনো আছে তারা এই দেশটাকে অচল করার জন্য এখনও মৌলবাদী গোষ্ঠী, এখনো ধর্মান্ধ এবং স্বাধীনতা বিরোধী শক্তিকে নিয়েই বারবার ষড়যন্ত্র করে যাচ্ছে এই দেশটাকে পিছিয়ে দিতে চায়। ৭১ সালের পরাজিত শক্তি, ১৫ আগস্টের পরাজিত শক্তি কিংবা ১৭ আগস্ট ও ২১ আগস্টের পরাজিত শক্তিরা কিন্তু একই সূত্রে গাথা। সেই একাত্তরের পরাজিত শক্তিরা বার বার বাঙালিদের পরাজিত করার জন্য তারা সব সময় বঙ্গবন্ধু পরিবারকে খুঁজে নেই সব সময় কারণ তারা জানে এই পরিবারটিকে শেষ করে দিতে পারলে তাদের পৈশাচিক যে ষড়যন্ত্র আছে সেটা তারা বাস্তবায়ন করতে পারবে। আগস্ট মাস আসলেই এরা সক্রিয় হয়ে যায়। ২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ আয়োজিত সন্ত্রাসবিরোধী সমাবেশে গ্রেনেড হামলায় আহত হয়ে ৪ দিন মৃত্যুর সঙ্গে লড়ে ২৪ আগস্ট মারা যান আইভি রহমান। ষড়যন্ত্রকারীরা বার বার হামলা করেছে এবং সামনেও করতে পারে। সুতরাং আমরা যদি জননেত্রী শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করতে পারি তাহলে আমরা সামনেও যেকোনো ষড়যন্ত্রকে প্রতিরোধ করতে পারবো।
Leave a Reply