ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে বাড়ির পাশের পুকুরে ডুবে একই পরিবারের ভাই -বোনের মৃত্যু হয়েছে।
শনিবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার সেনুয়া ইউনিয়নের চামেশ্বরী( মহেন মাস্টার পাড়া) গ্রামে পুকুরে ডুবে দুই ভাই- বোনের মৃত্যুর ঘটনা ঘটে।
সদর উপজেলার সেনুয়া ইউনিয়নের দয়াল চন্দ্র বর্মনের দুই সন্তান সম্পদ কুমার বর্মন (৭) ও মহারানী (৪) বাড়ির পার্শের পুকুরে ডুবে যায় খোঁজা খুঁজির পরে পাওয়া না গেলে পুকুরে জাল ফেলে মৃত অবস্থায় দুই শিশুকে উদ্ধার করে স্থানীয়রা।
মৃত- সম্পদ কুমার বর্মন ও মহারানীী পিতা দয়াল চন্দ্র বর্মন বলেন, দুপুরে আমি করলার মাচা তৈরি করতে যাই বাচ্চা দুটো আমার পিছনে পিছনে সেখানে যায়। আমি একটু পরে একটা কাজে বাড়িতে আসি, বাড়ি থেকে আবার করলা ক্ষেতে যাই গিয়ে দেখি বাচ্চা দুটো নেই। অনেক খোঁজা খুঁজির পরে পাশের পুকুরে জাল ফেলে মৃত অবস্থায় সন্তান দুটোকে উদ্ধার করা হয়।
সেনুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মতিউর রহমান বলেন সেনুয়া ইউনিয়নের চামেশ্বরী গ্রামের দয়াল চন্দ্র বর্মনের দুই সন্তান পুকুরে ডুবে মারা যাওয়ার খবর শুনে তৎক্ষনাৎ আমি রুহিয়া থানায় অবগত করছি এবং পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রুহিয়া থানার অফিসার ইনচার্জ সোহেল রানা বলেন, রুহিয়া থানাধীন সেনুয়া ইউনিয়নের চামেশ্বরী(মহেন মাস্টার পাড়া) এলাকায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর খবর জানতে পেরে সঙ্গীয় ফোর্স সহ ঘটনা স্থল পরিদর্শন করি। তিনি বলেন যেহেতু দুই শিশুর মৃত্যু পানিতে ডুবে হয়েছে এবং কারো কোন অভিযোগ না থাকায় আমরা লাশ সৎকার করার অনুমতি দেওয়া হয়েছে।
Leave a Reply