ইতালী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান ইকবাল বলেন, পৃথিবীর যেকোনো দেশেই যখন কোন খুন হয় তখন আমরা সবাই এর বিচারের আশায় থাকি। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও পরিবারের সকলের সাথে শেখ রাসেলকেও হত্যা করা হয়। শেখ রাসেলকে যেভাবে হত্যা করা হয়েছে, এমন নারকীয় ঘটনা পৃথিবীর কোথাও নেই। পৃথিবীর অনেক দেশেই সামরিক অভ্যুত্থানে রাষ্ট্রনায়কদের হত্যা করা হয়েছে। কিন্তু ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুর পরিবারের সবাইকে যেভাবে হত্যা করা হয়েছে, এমন নজির কোথাও নেই। ষড়যন্ত্রকারীরা চেয়েছিল জাতির পিতাকে সবংশে নির্মূল করতে; যার কারণেই শিশু রাসেলকে হত্যা করা হয়। ১৯৭৫ এর ১৫ আগস্টের পর থেকে বাঙালি জাতির জনক, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি ও স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাঁর প্রিয় সহধর্মিণী, তাঁদের সন্তানরা, ছেলেদের স্ত্রীরা, আত্মীয়স্বজন যারা সেই ভয়াল রাতে ঘাতকের বুলেটের নির্মম আঘাতে শহীদ হয়েছিলেন তাদের জন্মদিন পালন উৎসব এক শোকাবহ পরিবেশের সৃষ্টি করে। শেখ রাসেল বেঁচে থাকলে তার আপার পাশে দাঁড়িয়ে বাঙালি জাতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অগ্রযাত্রায় শামিল হতেন। তিনিও অবদান রাখতে পারতেন দেশের উন্নয়নের ক্ষেত্রে।
Leave a Reply