1. admin@protidinershomoy.com : admin :
  2. nasimriyad24@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
  3. wp-configuser@config.com : James Rollner : James Rollner
রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৭:৪৭ অপরাহ্ন
শিরোনাম
বেকারি কারখানায় বিএসটিআইয়ের অভিযানে ১০ হাজার টাকা জরিমানা বিএসটিআই’র অভিযানে ব্যাটারি পানি কারখানায় জরিমানা ও সিলগালা রাবি আন্ত:বিভাগ ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন মনোবিজ্ঞান ঠাকুরগাঁওয়ে বিনামূল্যে মেডিকেল সেবা পেলেন ২শতাধিক মানুষ রাজশাহী বরেন্দ্র কলেজে বিজয় দিবস পালিত ভূল্লী থানা পুলিশের আয়োজনে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে কৃষকদের প্রশিক্ষণ ও বীজ বিতরণ ঠাকুরগাঁওয়ে বড়গাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে অগ্রণী কৃষক প্রশিক্ষণ ও বীজ বিতরণ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে জিংক ধানের সম্প্রসারণে অগ্রণী কৃষকদের প্রশিক্ষণ ও বীজ বিতরণ ঠাকুরগাঁওয়ের জগন্নাথপুরে জিংক ধানের সম্প্রসারণে অগ্রণী কৃষক প্রশিক্ষণ ও বীজ বিতরণ

আ.লীগে ঘাপটি মেরে থাকা সুবিধাবাদীদের বিষয়ে সতর্ক থাকুন: আসাদ

সংবাদ দাতার নাম
  • সময় : বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩
  • ১২৬ জন পড়েছেন

রাজশাহী ব্যুরো: রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ নাশকতাকারীদের বিরুদ্ধে বঙ্গবন্ধুর আদর্শের প্রতিটি কর্মীকে সজাগ থাকার আহবান জানিয়েছেন। সেইসাথে দলের ভেতরে ঘাপটি মেরে থাকা সুবধাবাদিদের বিষয়েও সতর্ক থাকার আহবান জানিয়েছেন তিনি। মঙ্গলবার বিকেলে মোহনপুর উপজেলা চত্বরে আয়োজিত পথসভায় আসাদুজ্জামান এসব কথা বলেন।

বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ড সাধারণ মানুষের মাঝে তুলে ধরতে মঙ্গলবার মোহনপুরে গণসংযোগ করেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ। বিকেলে তিনি স্থানীয় বিপুল সংখ্যক নেতা কর্মীর মিছিলে নেতৃত্ব দেন। মিছিলটি মোহনপুর উপজেলা সদরে শেষ হয়। পরে উপজেলা চত্বরে পথসভায় প্রধান অতিথির বক্তব্য দেন আসাদুজ্জামান।
আসাদ বলেন, বর্তমান সরকার বিগত দেড় দশক ধরে যত উন্নয়ন কর্মকাণ্ড করেছে বিগত সময়ে কেউই তা করতে পারেনি। এটি সারা দেশের মানুষ জানে। বিএনপি জামায়াতও এই উন্নয়নের কথা জানে, কিন্তু তারা স্বীকার করে না। নির্বাচনের তফসিল ঘোষণার আগমুহুর্তে তারা দেশজুড়ে নাশকতা সৃষ্টি করে মানুষকে ভয় দেখাতে চায়। কিন্তু এদেশের মানুষ তাদের এই কর্মকান্ডে ভয় পায় না। বরং ঘৃনাভরে তাদের এই অপকর্মকে প্রত্যাখ্যান করেছে। আগামী দিনে তারা আরো অনেক অপকর্মই করতে পারে। এজন্য দলীয় নেতা কর্মীদের সতর্ক থাকার আহবান জানান আসাদ। সেই সাথে আওয়ামী লীগের ভেতরে থাকা সুবিধাবাদিদের বিষয়েও সতর্ক থাকার আহবান জানান তিনি। আসাদ বলেন, বিগত সময়ে বছরের পর বছর খোলস পরে অনেকেই সুবিধা ভোগ করেছে। তারা নিজেদের সুবিধা বুঝে যেকোন সময় খোলস বদলাতে পারে। আবার নিজেদের স্বার্থে ব্যাঘাত ঘটলে বঙ্গবন্ধুর আদর্শের কর্মীদেও এরা চরম নির্যাতন করতে পিছপা হয় না। এদের বিষয়েও সবাইকে সজাগ থাকতে হবে। তবেই আগামী দিনে আবারো নৌকার বিজয় নিশ্চিত হবে।
তিনি বলেন, আওয়ামী লীগের ত্যাগী নেতা কর্মীরা এখন আর নিরব থাকবে না। অন্যায়ভাবে কোন কর্মীকে হয়রানী করা হলে ছেড়ে কথা বলবে না। বঙ্গবন্ধুর আদর্শ বুকে লালন করা কোন কর্মী কারো চোখ রাঙ্গানীতে ভয় পায় না। বরং এর দাঁতভাঙ্গা জবাব দেয়ার জন্য তারা প্রস্তুত।
এসব কর্মসূচিতে রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য ফারুক হোসেন ডাবলু, মোহনপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মেহেবুব হাসান রাসেল, রাজশাহী জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোস্তাক আহমেদ, রাজশাহী জেলা আওয়ামী লীগ সদস্য শরিফুল ইসলাম, মোহনপুর উপজেলা আওয়ামী লীগ নেতা এনামুল হক, সুলতান মাস্টার, প্রভাষক সাইদুর রহমান, আজাহার আলী, আবু হেনা, সাইদুর রহমান, গাফফার আলী, আজগর আলী, হেলাল উদ্দিন, জমশেদ আলী, রাজশাহী জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আলী আজম সেন্টু প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাদটি আপনার সামাজিক মাধ্যমে শেয়ার দিন

এই ক্যাটাগরীর আরোও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশেষ সংখ্যা

You cannot copy content of this page