শাহিনুর রহমান সোনা, রাজশাহী: রাজশাহী জেলার দূর্গাপুর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রাজশাহী-৫ পুঠিয়া-দূর্গাপুরের নব নির্বাচিত সংসদ সদস্য ও রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ দারাকে গণসংবর্ধনা দিয়েছেন।
শুক্রবার (২৬ জানুয়ারি) বিকাল সাড়ে তিনটায় দূর্গাপুর উপজেলার দূর্গাপুর পাইলট সরকারি উচ্চ বিদ্যলয় মাঠে এ গণসংবর্ধনার আয়োজন করা হয়। আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার মানুষসহ বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকেও তাঁকে ফুলেল শুভেচ্ছা দেয়া হয়। নবনির্বাচিত সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ দারাকে গণসংবর্ধনা দিতে সেখানে আপামর জনতার ঢল নামে।
সংবর্ধনা অনুষ্ঠানে এমপি আব্দুল ওয়াদুদ দারা বলেন, আপনাদের ভালবাসায় আমি অভিভূত, আবেগ আপ্লুত। আপনাদের কাছে আবারও ঋনী হয়ে গেলাম আমি। ইনশাআল্লাহ আমি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে পুঠিয়া-দূর্গাপুরের উন্নয়নের মাধ্যমেই এ ভালবাসার প্রতিদান দেব।
তিনি বলেন, জাতির পিতার সুযোগ্য কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। তিনি বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতির মহানায়ক। তিনি আমাদের বিশ্ব দরবারে মর্যাদার আসনে বসিয়েছেন। এ কারনেই বাংলাদেশের মানুষ তাঁকে ভালবেসে পঞ্চমবারের মত দেশের দায়িত্ব তুলে দিয়েছেন, বানিয়েছেন প্রধানমন্ত্রী। তাঁর পাশে থেকে সকল অপশক্তিকে মোকাবেলা করে আমরা এগিয়ে যাব আরও উন্নয়নের দিকে, স্মার্ট বাংলাদেশের দিকে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মানের দিকে।
জননেতা আব্দুল ওয়াদুদ দারা বলেন, আমাদের সকলের প্রিয় জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমিও যেন আজীবন আপনাদের সেবায় কাজ করে যেতে পারি। আর সে কারনেই পুঠিয়া-দূর্গাপুরের সার্বিক উন্নয়ন করতে জননেত্রী শেখ হাসিনার নৌকা প্রতীকে ভোট চেয়েছিলাম, আপনারা আমাকে ভোট দিয়ে বিজয়ী করেছেন। আপনারা আমার পাশে থাকলে ইনশাআল্লাহ আমি আমার দেয়া ওয়াদা পুরণ করবো।
এসময় দূর্গাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান ফিরোজ, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোজাম্মেল হক, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, পৌর আওয়ামী লীগ সভাপতি আজাহার আলী, সাধারণ সম্পাদক শরিফুজ্জামান শরীফ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, ৭ টি ইউনিয়নের আওয়ামী লীগ সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ সহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply