ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ভূল্লী প্রেসক্লাবের কার্যকরী পরিষদের মেয়াদ পূর্ণ হওয়ায় কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
শুক্রবার ২৩ ফেব্রুয়ারী দুপুরে প্রেসক্লাব কার্যালয়ে সভাপতি আব্দুর রাজ্জাক বাপ্পী সভাপতিত্বে কার্যকরী পরিষদের এক সভা শেষে তিনি এ কমিটির বিলুপ্তি ঘোষণা করেন।
সভা পরিচালনা করেন সাধারন সম্পাদক জহিরুল ইসলাম । সভায় প্রেসক্লাবের কার্যকরী সদস্য আবু সাঈদকে প্রধান করে ওমর ফারুক ও লিলিমা রাণীকে সদস্য করে তিন সদস্য বিশিষ্ঠ আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গঠনতন্ত্র মোতাবেক অতি দ্রুত এরা নির্বাচন আয়োজনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন।
সভায় উপস্থিত ছিলেন বিলুপ্ত কমিটির যুগ্ম-সম্পাদক সুজন আলী , কোষাধ্যক্ষ ওমর ফারুক, কার্যকরী সদস্য ফাহিম হোসাইন, সোহেল রানা, ও জামাল উদ্দীন।
Leave a Reply