নিজস্ব প্রতিবেদকঃ
১৭ই মার্চ ২০২৪, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষ্যে এই মহান নেতাকে বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন ইতালী আওয়ামী লীগ কাতানিয়া শাখার সভাপতি মোল্লা সেলিম ও সাধারণ সম্পাদক নওয়াব সৌজন্য।
এ বিশেষ দিবস উপলক্ষ্যে তারা এক বিবৃতিতে জানান ‘বঙ্গবন্ধু আদর্শবান নেতা ছিলেন বলেই, বাঙ্গালী জাতি আজ স্বাধীনতার স্বাদ গ্রহণ করতে সক্ষম হয়েছেন। বঙ্গবন্ধুর জন্ম সত্যিকার অর্থেই স্বার্থকতা খুঁজে পেয়েছে। এই মহান নেতার হাত ধরেই বাঙ্গালী পেয়েছে বেঁচে থাকার দিশা। তিনি ফাঁসির কাস্টে দাড়াতে রাজি ছিলেন কিন্তু বাঙ্গালীর মুক্তির আন্দোলন থেকে সরে আসেন নি। বাংলার মানুষকে তিনি নিজের পরিবার ও নিজের জীবনের থেকে বেশী ভালবাসতেন।
এই মহান নেতার জন্মদিন উপলক্ষ্যে অন্তরের অন্তঃস্থল থেকে বিনম্র শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি। তার পাশাপাশি তার আদর্শ থেকে শিক্ষা নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরাও দেশের জন্য কাজ করে যাবার অঙ্গিকার ব্যক্ত করছি’।
Leave a Reply