হাকিকুল ইসলাম খোকনঃ নিউইয়র্কের পরিচিত মুখ মিলাদুন নাহার এ্যানির স্বামী ডাঃ রেজা চৌধুরী – এমডি, ওয়েস্টচেস্টার মেডিকেল সেন্টার, নিউইয়র্কে চিকিৎসক ছিলেন। গত ৮ এপ্রিল স্থানীয় সময় রাত সাড়ে এগারোটার দিকে নর্থ শোর হাসপাতালে করোনা ভাইরাস সংক্রমনে ইন্তেকাল করেছেন।
(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।)
ডাক্তার রেজার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন নিউইয়কবাসী ।আল্লাহ সুবহানা তায়ালা তাঁর পরিবারের সবাইকে এই শোক সইবার তাওফিক দান করুন।তাদের সুস্থ রাখুন, আজ এটাই একমাত্র প্রার্থনা।
ডাক্তার রেজা তাঁর পেশার প্রতি নিবেদিত প্রাণ ছিলেন। তাঁর প্রতি অসীম শ্রদ্ধা। আল্লাহ পাক তাকে জান্নাতুল ফেরদৌসের আলা মোকাম দান করুন। একামনা নিউইয়কবাসী।
Leave a Reply