নিজস্ব প্রতিবেদকঃ বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে এবারও নতুন আঙ্গিকে হাজীদের জন্য পকেট ফ্রী হজ ও ওমরা গাইড বের করা হয়েছে।আজ বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সভাপতি এডভোকেট একেএম দাউদুর রহমান মিনা, সিনিয়র সহ-সভাপতি মোঃ জাকির হোসেন বাদল, সহ সভাপতি ডক্টর মোঃ কামাল হোসেন, সহ-সভাপতি জসিম উদ্দিন ভূঁইয়া ও সাধারণ সম্পাদক রসায়নবিদ ড. মোঃ জাফর ইকবাল ও বঙ্গবন্ধু ফাউন্ডেশন আশুলিয়া কমিটির সভাপতি সায়মা সালামা, বঙ্গবন্ধু ফাউন্ডেশন চট্টগ্রাম মহানগরের সভাপতি আসাদ খান প্রমুখ।
এই সময় হজ ক্যাম্পের দায়িত্বে ধর্ম মন্ত্রণালয়ের উপসচিব জনাব মো: কামরুজ্জামান উপস্থিত ছিলেন।হাজীরা হজে যাওয়ার সময় ঢাকার আশকোনা হজ ক্যাম্প ও চিটাগং হজ ক্যাম্প হতে এ ফ্রী পকেট হজ গাইড নিতে পারবেন।রসায়নবিদ ড. মো. জাফর ইকবাল বলেন, ‘হজ’ শব্দের আভিধানিক অর্থ ‘ইচ্ছা করা’। এর পারিভাষিক অর্থ, আল্লাহ তা’আলাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে শরিয়তের নিয়মানুসারে নির্দিষ্ট সময়ে কা’বা শরিফ ও সংশ্লিষ্ট স্থানসমূহ জিয়ারত করা । ইসলামের পাঁচ স্তম্ভের অন্যতম স্তম্ভ হজ। বিশ্বের অন্যান্য দেশের মতো প্রতিবছর বাংলাদেশ থেকেও বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসলমান হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যান। সুষ্ঠু ও সুন্দরভাবে হজ পালনের জন্য দরকার যথাযথ প্রস্তুতি ও জানাশোনা। হজ পালন সম্পর্কে একটি সহজ ও সংক্ষিপ্ত ধারণা দেওয়ার জন্য আমাদের এ আয়োজন। খুঁটিনাটি বিষয়গুলো আরও ভালোভাবে জেনে নেওয়ার জন্য অভিজ্ঞ ব্যক্তি ও আলেমদের সহায়তা নিতে পারেন হজযাত্রীরা। সুষ্ঠুভাবে হজ পালনের জন্য এ আয়োজন যদি সামান্যতম হলেও সহায়ক হয়, তবে আমাদের প্রচেষ্টা সার্থক বলে ধরে নেব। সব হজযাত্রীর জন্য রইল আমাদের শুভ কামনা।
Leave a Reply