রাজশাহী প্রতিনিধি: সম্প্রতি ষষ্ঠ শ্রেণীর এক শিশু শিক্ষার্থীকে বেধড়ক পিটিয়ে আহত করেছে রাজশাহী নগরীর শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ গোলাম মওলা। এনিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নিন্দার ঝড়। জাতীয় ও স্থানীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে শিশু পেটানোসহ গোলাম মওলার নানা কুকীর্তির সংবাদ। এদিকে এঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে উন্নয়ন ও মানবাধিকার সংস্থা লেডিস অর্গানাইজেশন ফর সোসাল ওয়েলফেয়ার (লফস)।
মঙ্গলবার (১১ জুন) গণমাধ্যমে পাঠানো এক বার্তায় লফস রাজশাহীর প্রোগ্রাম অফিসার চম্পা খাতুন একথা জানান।
এ বার্তায় তারা বলেন, রাজশাহী মহানগরীর শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র মোঃ সারোয়ার হাসান কে শাসন করতে যেয়ে লাঠিপেটা করে আহত করে অত্র শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ ড. মোঃ গোলাম মাওলা যা আজ বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়েছে। প্রকাশিত খবরে জানা যায় শনিবার টিফিনের সময় স্কুলের ক্লাস রুমেই সহপাঠীদের সামনে পিটিয়ে আহত করা হয় মোঃ সারোয়ার হাসান কে। এই ঘটনায় উন্নয়ন ও মানবাধিকার সংস্থা লেডিস অর্গানাইজেশন ফর সোসাল ওয়েলফেয়ার (লফস) গভীর উদ্বেগ প্রকাশ করছে ও ঘটনার সুষ্ঠ তদন্ত স্বাপেক্ষে বিচার দাবী করছে।
Like this:
Like Loading...
Leave a Reply