সুজন স্টাফ রিপোর্টার ঠাকুরগাঁওঃ কোটা সংস্কার আন্দোলন ঘিরে শিক্ষার্থীসহ সাধারণ জনগণের ওপর হামলা,গুলিবর্ষণ, মামলা, নির্যাতন ও গণগ্রেপ্তারের প্রতিবাদ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৯ দফা দাবি আদায়ে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ মিছিল করা হয়েছে।
এতে সরকারি-বেসরকারি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে যোগ দিয়েছেন শিক্ষক, আইনজীবী অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
শনিবার (৩ আগস্ট) বেলা ১২টার দিকে ঠাকুরগাঁও জেলা স্কুলমাঠ থেকে বৃষ্টির মধ্যে বিক্ষোভ মিছিলটি বের হয়।
বিক্ষোভে অংশ নিতে দেখা যায় অনিদির্ষ্টকালের জন্য বন্ধ হওয়া দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়পড়ুয়া শিক্ষার্থীদেরও।
সেখানে রাস্তার একপাশ বন্ধ করে দিয়ে বিক্ষোভ করছেন তারা। শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করে এই কর্মসূচিতে যোগ দেন অভিভাবকরাও। স্লোগানে স্লোগানে মুখর হয়ে উঠেছে পুরো এলাকা।
এ সময় ‘উই ওয়ান্ট জাস্টিস, আমার ভাই মরলো কেন, প্রশাসন জবাব চাই, লেগেছে রে লেগেছে রক্তে আগুন লেগেছে, ভুয়া ভুয়া পুলিশ ভুয়া, খুনি খুনি পুলিশ খুনি’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন তারা।
এ সময় সাদা কাগজে লাল কালিতে বিভিন্ন স্লোগান বাংলা ও ইংরেজিতে লিখে প্রদর্শন করছে তারা।
বিক্ষোভ মিছিল নিয়ে বাস স্ট্যান্ড চত্বরে অবস্থান কর্মসূচি পালন শেষে বিক্ষোভ কর্মসূচি শেষ করেন শিক্ষার্থীরা।
একই সঙ্গে রোববার থেকে পূর্বঘোষিত ‘সর্বাত্মক অসহযোগ’ কর্মসূচিতে সর্বস্তরের মানুষকে অংশ নেওয়ার আহ্বান জানান।
বিক্ষোভে যোগ দিয়েছেন একাধিক আইনজীবীও। তাদের একজন আইনজীবী বলেন, এটা পৃথিবীর ইতিহাসে নারকীয় হত্যাকাণ্ড। গণহত্যা যেভাবে শিশুসহ শিক্ষার্থী জনতাকে গুলি করে হত্যা করা হয়েছে। এটা মানবতাবিরোধী অপরাধ। যেভাবে শিশুদের গ্রেপ্তার করা হচ্ছে। এটা দেশের সামান্য বিবেকমানও মেনে নেবে না। আমি শিক্ষার্থীদের সঙ্গে আছি তাদের জন্য আইনি লড়াই ছাড়াও মাঠে থাকব আমি মনে করি আর সময় নেই, শিক্ষার্থীদের দাবি মেনে নিয়ে এই সরকারের পদত্যাগ করা উচিত।
অভিভাবকরা বলেন, আমাদের ছেলেমেয়েরা তাদের ন্যায্য দাবি নিয়ে মাঠে নেমেছে অনেকে হত্যার শিকার হয়েছে অনেকে আহত হয়ে হাসপাতালে-বাড়িতে কাতরাচ্ছে অনেকে আবার আতঙ্কে দিনানিপাত করছে।
আমরা অভিভাবক হয়ে বাড়িতে বসে থাকতে পারি না তাই শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনে আমরাও তাদের পাশে দাঁড়িয়েছি।
এদিকে বিক্ষোভ থেকে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে।
এই রিপোর্ট লেখা পর্যন্ত শিক্ষার্থীদের এই কর্মসূচি ঘিরে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
Leave a Reply