মোঃ মারুফবিল্লাহ, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধিঃ সাতক্ষীরার কালিগঞ্জে ৩দিন অভুক্ত এক বৃদ্ধিতে খাদ্য দিয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ দেলোয়ার হুসেন। উপজেলার মথুরেশপুর ইউনিয়নের নিত্যানন্দপুর গ্রামের মৃত আহমদ আলী গাজীর অসহায় স্ত্রী জয়গুন বেগম (৫২) ৩ দিন যাবৎ অভুক্ত ছিলেন। কোন উপায়ান্ত না পেয়ে তিনি পুলিশ সুপার মোস্তাফিজুর রহমানের সাথে মোবাইলে মাধ্যমে যোগাযোগ করেন।
পুলিশ সুপার তাৎক্ষণিক কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ দেলোয়ার হুসেনকে ওই বৃদ্ধার বাড়িতে খাদ্য সামগ্রী পাঠানোর নির্দেশ দেন।
নির্দেশনা পেয়েই ওসি দেলোয়ার হুসেন শুক্রবার দুপুর ৩টায় তার সাথে যোগাযোগ করে উপজেলার নাজিমগঞ্জ খেয়াঘাটে তার আত্মীয়ের বাড়িতে গিয়ে পুলিশ সুপারের পাঠানো খাদ্যসামগ্রী ও নিজের দুপুরের খাবার, পানি ও মাস্ক তুলে দেন অসহায় ওই বৃদ্ধার হাতে।
এ সময় উপস্থিত ছিলেন কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক সালাউদ্দিন, সহকারী উপ-পরিদর্শক রাসেল মাহমুদ প্রমূখ।
Leave a Reply