ইউরোপের অন্যান্য দেশগুলোর তুলনায় ইতালির অভিবাসন প্রক্রিয়া যথেষ্ট জটিল। উৎকর্ষের দীর্ঘ স্বাক্ষর বজায় রেখে বাংলাদেশ ইমিগ্র্যান্টস অ্যাসোসিয়েশন-বিমাস এবার দেশটিতে বিদেশীদের অবস্থান ও দৈনন্দিন জীবনযাত্রাকে আরও সাবলীল করার লক্ষ্যে বহুমুখী কর্মসূচি হাতে নিয়েছে।
এ পর্যায়ে, রোম সিটি কর্পোরেশনের আঞ্চলিক পরিষেবা ও কর্মসংস্থান বিষয়ক প্রশাসনিক নির্বাহী কর্মকর্তা আন্দ্রেয়া কাতার্চী’ র সাথে বাংলাদেশ ইমিগ্র্যান্টস অ্যাসোসিয়েশন-বিমাসের নির্বাহী প্রধান ড. মোঃ মুক্তার হোসেন এক সাক্ষাৎকারে মিলিত হন।
বৈঠকে ইতালির রাজধানী রোমে বসবাসরত বিদেশী তথা প্রবাসী বাংলাদেশীদের বিভিন্ন প্রশাসনিক সমস্যা তুলে ধরে তার সুষ্ঠু সমাধান নিয়ে কথা বলেন।
বিভিন্ন জটিলতার মধ্যে আলোচনায় উঠে আসে ইতালিয় নাগরিকত্ব প্রাপ্তির শপথ গ্রহণের আনুষ্ঠানিকতায় ১৮ বছর হতে যাওয়া সন্তানাদির বা অপ্রাপ্তবয়স্কদের ইতালিয় জাতীয়তা অর্জনের ক্ষেত্রে প্রশাসনিক ও আমলাতান্ত্রিক প্রতিবন্ধকতা । এছাড়াও ইতালিতে পরিবার আনার ক্ষেত্রে আলোজ্জোতিভা বা বসবাসযোগ্য স্থানের পূর্ব ঘোষণা’র অ্যাপয়েন্টমেন্ট সংক্রান্ত বিষয় এবং দেশে ভিসা আবেদনের সম্পর্কিত ডকুমেন্টস সহজিকরণ।
এ সকল সমস্যার দ্রুত সমাধানের জন্য রোমের মোট ১৫টি মিউনিসিপ্যালিটিতে রেপিডপিড অ্যাকশন ডেক্স চালু করার প্রস্তাবনা দিয়েছেন বিমাস প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুক্তার হোসেন। এতে করে সহজে এবং দ্রুততার সাথে হট লাইন টেলিফোন যোগাযোগের মাধ্যমে প্রবাসীরা সেবা পাবেন বলে প্রস্তাবনা করেন তিনি।
ড. মোহাম্মদ মুক্তার হোসেনের প্রস্তাব রোম সিটি কর্পোরেশনের আগামী অধিবেশনের উত্থাপিত করা হবে বলে আশ্বস্ত করেন প্রশাসনিক নির্বাহী কর্মকর্তা আন্দ্রেয়া কাতার্চী।
উল্লেখ্য যে, বাংলাদেশীদের দ্বারা পরিচালিত মিনি মার্কেট গুলো একটি সুনির্দিষ্ট সময় বন্ধ করে দেয়ার পৌরসভার আদেশের ফলে যে বাণিজ্যিক ক্ষতির সম্মুখীন হয়েছেন সেটিকেও পুনর্বিবেচনার আবেদন জানান।
Leave a Reply