নাটোরে অবৈধ ব্যাটারি পানি কারখানায় বিএসটিআইয়ের অভিযান, পঞ্চাশ হাজার (৫০,০০০/-) টাকা জরিমানা ও কারখানা সিলগালা।
বুধবার (১৮ ডিসেম্বর) নাটোর জেলার বিভিন্ন এলাকায় বিএসটিআই রাজশাহী বিভাগীয় অফিস ও নাটোর জেলা প্রশাসনের উদ্দ্যোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযানে বিএসটিআই হতে পরীক্ষণ ব্যতিরেকে ও সিএম লাইসেন্স গ্রহণ না করে ব্যাটারি পানি উৎপাদন, বিক্রয় ও বিতরণ করার অপরাধে এম কে এস ট্রেডার্স (প্রোঃ জিয়াউর রহমান), খেজুরতলা, সিংড়া, নাটোরকে ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা জরিমানা ও কারখানাটি সিলগালা করা হয়।
মোবাইল কোর্টটি পরিচালনা করেন নাটোর জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিজু তামান্না। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই রাজশাহী বিভাগীয় অফিসের ফিল্ড অফিসার (সিএম) মোঃ দেলোয়ার হোসেন। তিনি বলেন, জনস্বার্থে বিএসটিআইয়ের এ রকম অভিযান অব্যাহত থাকবে।
Like this:
Like Loading...
Leave a Reply