রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজে বিপুল উৎসাহ উদ্দীপনায় উদযাপিত হলো বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজে আয়োজিত দিনব্যাপী বিজ্ঞান প্রকল্প প্রদর্শনীতে পদ্মা, যমুনা, ধরলা ও তিস্তা নামে চারটি হাউজ অংশগ্রহন করে। হাউজগুলোর হাউজ-মাস্টারের নেতৃত্বে শিক্ষার্থীরা ব্যাপক আগ্রহ ও উদ্দীপনায় বিজ্ঞান প্রদর্শনীতে অংশগ্রহন করে। বিজ্ঞান প্রকল্পে দেখা গেলো খুদে বিজ্ঞানীদের বিকশিত চিন্তা ভাবনা সুশৃঙ্খল উপস্থাপন। সব হাউজ মিলে প্রায় ৫০টির অধিক বিজ্ঞান প্রজেক্ট প্রদর্শন করে। বিজ্ঞান প্রদর্শনীতে আগামীর পৃথিবীর সমস্যা ও চ্যালেঞ্জ মোকাবেলার জন্য বৈচিত্রপূর্ণ সব উপস্থাপনা দেখা যায়।
‘Flood Resistant Village’ নামে একটি চমৎকার বিজ্ঞান প্রদর্শনী করা হয় যেখানে দেখানো হয়েছে কীটনাশক ও বালাইনাশক ছাড়া কীভাবে ফসল উৎপাদন করা যায় তার সুন্দর বাস্তব ভিত্তিক উপস্থাপন। বর্তমান বাংলাদেশ তথা পুরো বিশ্বে বালাইনাশক ছাড়া ফসল উৎপাদনের জোর দেওয়া হচ্ছে সেটিই বাস্তব মডেলে উপস্থাপন করে দেখানো হয়। ‘Smart City Model’ নামে আধুনিক ও পরিবেশবান্ধ শহরের মডেল উপস্থাপনা করা হয়। ভবিষৎ বাংলাদেশের শহরগুলো কীভাবে গ্রিন অ্যানার্জি ব্যবহার করে শক্তির ব্যবহারে জীবাশ্ম জ্বালানীর ওপর চাপ কমাবে সেটি দেখানো হয়। তাছাড়া শহরের কমিউনিটি স্পেসে বাচ্চারা খেলার যায়গা সাঁতারসহ বিভিন্ন রকম সুযোগ নিয়ে বেড়ে উঠবে তার উদ্ভাবনী উপস্থাপনা ছিলো এই প্রদর্শনীতে। আরো উল্লেখযোগ্য প্রদর্শনীর মধ্য ছিলো সৌর শক্তির ব্যবহার নিয়ে বিস্তৃত ও নতুন যায়গায় ব্যবহারের মডেল। পানির অপচয় রোধে কৃত্রিম বুদ্ধির সাহায্যে পানির মোটর অন-অফ সিস্টেম। বৈশ্বিক উষ্ণায়ন রোধে বৈচিত্রপূর্ণ
উপস্থাপনা।
“Automatic Rain Detector” এ দেখানো হলো হলো হঠাৎ বৃষ্টি আসলো আর তার আগেই (অটোমেটিক) স্বয়ংক্রিয়ভাবে ছাদে শুকাতে দেয়া কাপড়গুলো শুকনো অবস্থায় গুছিয়ে ঘরের মধ্যে চলে এলো।
তাৎক্ষণিক ঘটনা এই খুদে বিজ্ঞানীদের ব্যাপক প্রভাবান্বিত করে। সাম্প্রতিক অগ্নিকান্ড ও দাবানলের ঘটনায় বিজ্ঞান প্রকল্পে দূর-নিয়ন্ত্রিত অগ্নি-নির্বাপন ব্যবস্থা, স্বয়ংক্রিয় অগ্নি-নির্বাপন ব্যবস্থার মডেল ও প্রজেক্টটি ছিলো অধিকাংশের
কৌতুহলের কেন্দ্রে।
প্রধান অতিথি হিসেবে আন্ত: হাউস বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী উদ্বোধন ও পরিদর্শন করেন প্রতিষ্ঠানের পরিচালনা পরিষদের সম্মানিত সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল মোবারক হোসেন ভূঁইয়া, পি এস সি, মেলা পরিদর্শন শেষে তিনি বলেন, “শিক্ষার্থীদের বৈচিত্রপূর্ণ জ্ঞানান্বেষী করে তোলার চেষ্টায় রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ সারা বছর জুড়েই যে বিভিন্ন সহপাঠ্যিক কার্যক্রম পরিচালনা করে এই প্রদর্শনীর উপস্থাপনা অন্যতম উল্লেখযোগ্য। এই প্রদর্শনীতে আমি আসতে পেরে নিজেকে গৌরবান্বিত বোধ করছি।”
কোমলমতি শিক্ষার্থীদের বিজ্ঞান প্রদর্শনী ও দেয়ালিকা পরিদর্শনে শেষে এই প্রতিষ্ঠানের অধ্যক্ষ লে. কর্নেল রেজাউল করিম বলেন, “শিক্ষার্থীদের শ্রেণি কার্যক্রমের বাইরে এমন সৃজনশীল কাজগুলো নিজেদের অর্জিত জ্ঞানকে বাস্তবে প্রয়োগ করতে সহায়তা করবে।”
বিজ্ঞান মেলায় বিভিন্ন ধরনের প্রকল্প এবং মডেল প্রদর্শিত হয় যা ছাত্রছাত্রীদের সৃজনশীলতা এবং বিজ্ঞান মনস্কতার পরিচয় দেয়। এই মেলার মাধ্যমে ছাত্রছাত্রীরা বিজ্ঞান বিষয়ক জ্ঞান অর্জন করতে পারবে এবং তাদের সৃজনশীলতার বিকাশ ঘটবে। রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ শিক্ষার্থীদের বরাবরই যে বাস্তব জ্ঞানের সাথে পরিচয় করিয়ে দিতে চেষ্টা করে এই আয়োজন সেগুলোরই একটা তাৎপর্যপূর্ণ উদাহরণ।
এসময় রাজশাহী সেনানিবাসের অন্যান্য কর্মকর্তা, রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজেের শিক্ষক -শিক্ষার্থীরা প্রদর্শনী পরিদর্শন করেন।
Like this:
Like Loading...
Leave a Reply