ঠাকুরগাঁও প্রতিনিধি: কুষ্টিয়ার মিরপুর ও সিরাজগঞ্জের রায়গঞ্জ সহ বিভিন্ন উপজেলার স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের উপজেলা প্রকৌশলী ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীদের উপর হামলা এবং হুমকি প্রদানের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহন এবং সার্বিক নিরাপত্তা নিশ্চয়তা প্রদানের দাবিতে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন করা হয়েছে।
বুধবার দুপুরে সদর উপজেলা পরিষদের সামনে এলজিইডি প্রকৌশল পরিবার ব্যানারে এই মানববন্ধন করা হয়।
এসময় বক্তব্য দেন,সদর এলজিইডি প্রকৌশলী আব্দুল কাদের সহ ওই দপ্তরের বিভিন্ন কর্মকর্তারা।
বক্তরা বলেন, গত ১৮ ও ১৯ শে ফেব্রুয়ারি কুষ্টিয়ার মিরপুর উপজেলার উপজেলা প্রকৌশলী জহীর মেহেদী হাসান এর অফিসকক্ষে প্রবেশ করে সন্ত্রাসী হামলা, ভাংচুর, প্রাণনাশের হুমকি প্রদান এবং ২৩শে ফেব্রুয়ারি সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার নারী উপজেলা প্রকৌশলীকে তার সহকর্মীসহ তালাবন্ধ করে হয়রানি, হেনস্থা ও ভয়ভীতি দেখানো হয়। দেশের একজন সচেতন নাগরিক হিসেবে আমরা কেউ এটা মেনে নিতে পারি না।
তাই একজন সহকর্মী হিসেবে এমন ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং বর্তমান সরকারের কাছে সকল সহকর্মীদের জীবনের নিরাপত্তা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের জোর দাবি জানাচ্ছি।
Leave a Reply