সুজন স্টাফ রিপোর্টার ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও সদর উপজেলার ভূল্লীতে গরু চুরি করে পালানোর সময় ট্রাকসহ স্থানীয়দের হাতে তিন চোর আটক হয়েছে।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) ভোরে সদর উপজেলার ৫নং বালিয়া ইউনিয়নের বড় বালিয়া গ্রামের ইন্তাজ আলীর গোয়াল ঘর থেকে দুইটি গাভী ও দুইটি বকনা বাছুর গরু চোররা চুরি করে ট্রাকে উঠিয়ে নিয়ে যাচ্ছিল।
এ সময় স্থানীয়রা টের পেয়ে ধাওয়া করে তিনজনকে আটক করে থানায় সোপর্দ করে। গরু নিয়ে চোর চক্রের অন্য সদস্যরা সড়ক পথে পালিয়ে যায়। সকালে তিন চোর আটকের খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে তাদের দেখতে উৎসুক জনতা ভিড় করেন। এ সময় চোরদের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত করে শাস্তির দাবি জানান তারা।
স্থানীয়দের হাতে আটক ১। মোতালেব মিয়া (৩৩) পিতা- জাহেদুল ইসলাম, ২। জামিরুল ইসলাম (৩২) পিতা- খলিল, উভয়ের ঠিকানা চরচতুরিয়া গ্রাম হারাগাছ, রংপুর। ৩। আলম (৪১) দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার মুচকুড়ি গ্রামের মৃত শামসুল হকের ছেলে।
এ ব্যাপারে ভূল্লী থানা অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম সরকার বলেন, খবর পেয়ে আটককৃত চোরদের থানায় নিয়ে আসা হয়েছে। তিন চোরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এছাড়া চুরি ঠেকাতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে।
Leave a Reply