ঠাকুরগাঁও প্রতিনিধি \ ঠাকুরগাঁওয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাবা ঠাকুরগাঁও পৌরসভার তৎকালীন চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী মির্জা রুহুল আমিন (চোখা মিয়া) এর ২৯তম মৃত্যুবার্ষিকী পালন করেছে মির্জা রুহুল আমিন স্মৃতি পরিষদ। এছাড়া বিশিষ্ট ব্যক্তিবর্গকে সম্মাননা প্রদান ও মরহুম ইনতাজুল হক ফজির ও বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ সিদ্দিকির রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে মির্জা রুহুল আমিন স্মৃতি পরিষদের আয়োজনে পৌর শহরের জে.আর সেন্টারে এই আয়োজন করা হয়।
এর আগে সকালে মির্জা রুহুল আমিনের বাসভবনে ও সেনুয়া কবরস্থান মসজিদে কোরআন খতম, দুপুরে কবর জিয়ারত করা হয়। পরে সংগঠনের কার্যনির্বাহী সহ সাধারণ সম্পাদক মরহুম ইনতাজুল হক ফজির ও দপ্তর সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ সিদ্দিকির ইন্তেকালে শোক প্রকাশ করা হয়। এছাড়াও দুপুরে কিরাত প্রতিযোগিতার আয়োজন করা হয়।
পরে বিকালে জেআর সেন্টারে কোরআনের হাফেজদের সনদপত্র ও কয়েকজনকে বিভিন্ন ক্যাটাগরিতে মির্জা রুহুল আমিন স্মৃতি পরিষদ সম্মাননা সনদ ও পদক দেওয়া হয়।
এসময় মির্জা রুহুল আমিন স্মৃতি পরিষদ ঠাকুরগাঁও জেলার সভাপতি প্রফেসর আইয়ুব আলীর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, ইকো সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন-ইএসডিও’র নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান, সাবেক প্রধান শিক্ষক ও মির্জা রুহুল আমিন স্মৃতি পরিষদের সাধারন সম্পাদক ইয়াকুব আলী,অধ্যাপক হুমায়ুন আহমেদ,শিক্ষাবিদ জালাল উদ্দিন সহ মির্জা রুহুল আমিন স্মৃতি পরিষদ জেলার নেতৃবৃন্দ সহ বিএনপির নেতৃবৃন্দা উপস্থিত ছিলেন।
আলেচনা শেষে সাবেক মন্ত্রী মির্জা রুহুল আমিন ও তার স্ত্রী ফাতেমা আমিনের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন জেলা কেন্দ্রীয় মসজিদের ইমাম মাওলানা খলিলুল রহমান।
Leave a Reply