সুজন স্টাফ রিপোর্টার ঠাকুরগাঁওঃ ঠাকুরগাঁওয়ে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিকদের জন্য ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়।
আগামী ১৫ মার্চ ঠাকুরগাঁওয়ে ২ লাখ ৩৬ হাজার ১শ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এ উপলক্ষে সাংবাদিকদের জন্য ওরিয়েন্টেশন কর্মশালা সভায় এ তথ্য জানিয়েছে সিভিল সার্জন অফিস।
আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় সিভিল সার্জন অফিসের হল রুমে অনুষ্ঠিত এ সভায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের বিষয়ে আলোচনা করেন ঠাকুরগাঁও জেলার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা: আবুল বাসার মোঃ সায়েদুজ্জামান।
এসময় বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সভাপতি লুৎফর রহমান মিঠু, সাধারণ সম্পাদক ফিরোজ আমিন সরকার, সাবেক সভাপতি মনসুর আলী, মেডিকেল অফিসার ডাঃ ইফতেখায়রুল ইসলাম, সিনিয়র সাংবাদিক ফজলে এমাম বুলবুল, সাপ্তাহিক সংগ্রামী বাংলার সম্পাদক আব্দুল লতিফ, রিপোটার্স ইউনিটির সভাপতি আব্দুল লতিফ লিটু সহ জেলায় কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিতি ছিলেন।
জেলার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা: আবুল বাসার মোঃ সায়েদুজ্জামান জানান, আগামী ১৫ মার্চ সারা দেশের মত ঠাকুরগাঁওয়ে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। এ ক্যাম্পেইনে জেলার পাঁচ উপজেলায় মোট ২ লাখ ৩৬ হাজার ১শ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬-১১ মাস বয়সী ২৬ হাজার ৬শ জন ও ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশু ২ লাখ ৯ হাজার ৫শ জন।
Leave a Reply