সুজন স্টাফ রিপোর্টার ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও সদর উপজেলার ভূল্লী থানার আউলিয়াপুর ইউনিয়নের একটি ভুট্টা ক্ষেত থেকে রুমানা বেগম (৩০) নামের এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে।
বুধবার ১৫ মার্চ দুপুর ১টার দিকে স্থানীয়রা লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
নিহত রুমানা বেগম ওই এলাকার অটোচালক মোঃ দেলোয়ার হোসেনের স্ত্রী। তাদের দুইটি সন্তান রয়েছে। ৬ষ্ঠ শ্রেণীতে পড়া একটি মেয়ে এবং ৫ বছর বয়সী একটি ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রুমানার স্বামী দেলোয়ার হোসেন একজন মাদকাসক্ত এবং জুয়াড়ি। নেশার টাকার জন্য প্রায়ই তিনি রুমানাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন। তাদের মধ্যে পারিবারিক কলহ ছিল। ঘটনার আগের রাতেও তাদের মধ্যে ঝগড়া হয়েছিল বলে জানা গেছে।
স্থানীয় বাসিন্দা মোহাম্মদ সুমন জানান, রুমানার স্বামীর সাথে প্রায়ই ঝগড়া হতো। আজ সকালে তারা জানতে পারেন রুমানার লাশ ভুট্টা ক্ষেতে পাওয়া গেছে। তিনি বলেন, “কি কারণে মারা গেছে এটা আমরা বলতে পারতেছি না। তবে মনে হচ্ছে তাকে কেউ হত্যা করেছে।”
ঘটনাস্থল পরিদর্শন করেন ভূল্লী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সরকার জানান, লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে।
ওসি আরও জানান, নিহতের স্বামীকে খুঁজে বের করার চেষ্টা চলছে। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন। পারিবারিক কলহের জের ধরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
Leave a Reply