আতাউর শাহ্, নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁ পৌর এলাকায় করােনা ভাইরাসের কারণে কর্মহীন অসহায় দিনমজুর, খেটে-খাওয়া ও হতদরিদ্র ৫হাজার মানুষের মাঝে নগদ ৩শ’ টাকা করে বিতরণ করেছেন নওগাঁ পৌর আওয়ামী লীগের সভাপতি দেওয়ান ছেকার আহম্মেদ শিষান। এসময় পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক মােহাম্মদ আলী, দপ্তর সম্পাদক প্রবীর দাস লাদু, সহ-প্রচার সম্পাদক মাহমুদুর রহমান বাবু প্রমুখ উপস্থিত ছিলেন। শুক্রবার সকাল থেকে ৯টি ওয়ার্ডের ৫৪টি পাড়া মহল্লায় জনপ্রতি নগদ ৩শ’ টাকা করে বিতরণ কর্যক্রম শুরু করেছেন, শনিবার পর্যন্ত চলবে বলে জানান আয়ােজক। এসময় নওগাঁ পৌর আওয়ামী লীগর সভাপতি দেওয়ান ছেকার আহম্মেদ শিষান বলেন, সারাদেশ্ করােনা ভাইরাসে আতঙ্ক সবাই কর্মহীন হয়ে পড়েছে। জাতীয় এই সংকটময় মুহূর্ত্তে আমাদের মানুষের পাশে থাকতে হবে। সরকারের পাশা-পাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ যে যার সামর্থ্য অনুযায়ী সহায়তার হাত বাড়িয়ে দিতে হবে জানান। বর্তমান করােনা ভাইরাসের সংক্রমণের আতঙ্কে অনেক মানুষ কর্মহীন হয়ে পড়ছেন। মানুষের এই সংকটময় মূহর্ত্তে আমি আমার সাধ্য মতো চেষ্টা করছি সমাজের অসহায়, গরীব ও কর্মহীন হয় পড়া মানুষদের পাশে দাঁড়ানাের। আমার সাধ্যমতো এসব কর্মহীন মানুষের পাশে দাঁড়িয়ছি।#
Leave a Reply