আব্দুর রউফ রুবেল, স্টাফ রিপোর্টারঃ
প্রানঘাতী করোনাভাইরাস সংক্রমন রোধে সরকারি নির্দেশনায় অনেক জেলায় চলছে লকডাউন এর ফলে নিম্ন আয়ের মানুষেরা হয়ে পরেছে কর্মহীন । কর্মহীন এসব মানুষ এখন দিন পার করছে অনাহারে । নিঃস্ব অসহায় ক্ষুধার্ত এ সব মানুষে পাশে সাহায্যের হাত বাড়িয়েছে সাতকাহন ফাউন্ডেশন।
শনিবার(১১ এপ্রিল) বেলা দশটায় গাজীপুর সদর উপজেলার কয়েকটি এলাকায় দুঃস্থদের মধ্যে বিতরন করা হয় উপহার(খাদ্য) সামগ্রী। হতদরিদ্র এসব মানুষের বাড়ি বাড়ি গিয়ে নিরাপদ দূরত্ব বজায় রেখে এসব উপহার সামগ্রী পৌছে দেয় সাতকাহন পরিবারের সদস্যরা।
এসময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের চেয়ারম্যন রুবেল মাহমুদ , মহাসচিব ইঞ্জি: মোজাম্মেল হক সহ অন্যান্য সদস্যগণ ।
এসময় রুবেল মাহমুদ বলেন তাদের এই সকল সেবামূলক কার্যক্রম ধারাবহিক ভাবে চলমান থাকবে এবং পবিত্র রমজান মাসেও এসব দরিদ্র মানুষের পাশে খাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি । তিনি আরো বলেন, ক্ষুধার্ত এইসব মানুষদের পাশে এই সংকটময় সময়ে সমাজের প্রত্যেক বিত্তবানদের এগিয়ে আসা উচিৎ।
Leave a Reply