মামুন কৌশিক, বারহাট্টা উপজেলা প্রতিনিধি,নেত্রকোণা: সারা দেশ করোনা সংক্রমণের ঝুঁকিতে রেয়েছে।এই মহামারীটি যাতে ছড়িয়ে না পরতে পারে সে জন্য প্রাণপণ চেষ্টা চালাচ্ছে সরকার।দেশের প্রতিটি থানা ও জেলার প্রশাসন জনগণকে সব সময় বুঝানোর চেষ্টা করছেন যে আপনারা ঘরে থাকুন।ব্যতিক্রম নয় বারহাট্টা উপজেলাও।বারহাট্টা উপজেলা প্রশাসন, বারহাট্টা থানা পুলিশ,বারহাট্টা উপজেলা চেয়ারম্যান ও বারহাট্টার নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া উম্মুল বানীন সব সময় নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।কিন্তুু তারপরও আজ সরকারি নির্দেশ অমান্য করে দোকান খোলা রাখায় বারহাট্টা উপজেলা সদরের আসমা বাজারের দুইটি কাপড়ের দোকান ও গোপালপুর বাজারের একটি পাইপ ও ফিটিংসের দোকানকে দশ হাজার টাকা জরিমানা করা হয়।দোকান তিনটির মধ্যে কাপড়ের দুটি দোকান সরকারি নির্দেশ অমান্য করে শার্টার বন্ধ রেখে ভিতরে ক্রেতাদের কাছে বিক্রি চালিয়ে যাচ্ছিল এবং পাইপের দোকানটিও সরকারি নির্দেশ না মেনে খোলা ছিল। এ বিষয়ে বারহাট্টা উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি সাদিয়া উম্মোল বানীন বলেন যে,আমরা বার বার লোকজনকে সতর্ক করছি কিন্তুু তারপরও তারা যেন সীমাহীন উদাসিন।বাহিরে থেকে দেখলে বোঝার উপায় নাই যে দোকানের ভিতরে কেনাকাটা হচ্ছে।আমরা দেশের স্বার্থে, নিজেদের স্বার্থে এমন মনমানসিকতা পরিত্যাগ করি।তিনি আরও বলেন যে, এই মহামারী সংক্রমণ থেকে বাঁচতে চাইলে আপনারা সবাই ঘরে থাকুন।নিজেও সুস্থ থাকুন অন্যকেও সুস্থ থাকতে সাহায্য করুন।
Leave a Reply