প্রতিদিনের সময় ডেস্কঃ
বাংলাদেশকে ২০ লাখ জীবন রক্ষাকারী হাইড্রক্সিক্লোরোকুইন ঔষধ দিচ্ছে ভারত।ম্যালেরিয়ারবিরোধী এ ঔষধ করোনারভাইরাসের বিরুদ্ধে কিছু ক্ষেত্রে কার্যকরী ভূমিকা রাখছে।রবিবার (১২ এপ্রিল) এ খরব জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।
এনডিটিভির খবরে বলা হয়েছে, দেশটির তৈরি করা প্রথম তালিকায় বাংলাদেশসহ ১৩টি দেশ রয়েছে। অন্য দেশগুলো হল-যুক্তরাষ্ট্র, স্পেন, জার্মানি, বাহরাইন, ব্রাজিল, নেপাল, ভুটান, শ্রীলংকা, আফগানিস্তান ও মালদ্বীপসহ কয়েকটি দেশ।
সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, ভারতের কাছ থেকে যুক্তরাষ্ট্র ৪৮ লাখ এইচসিকিউ ট্যাবলেট চেয়েছিল। দিল্লি ৩৫ লাখ ৮২ হাজার ট্যাবলেটের অনুমোদন দেয়। ইতিমধ্যেই যুক্তরাষ্ট্রকে এ ঔষধের একটি চালান পাঠিয়েছে ভারত। এর মধ্যে এ ঔষধ প্রস্তুতের জন্য ৯ মেট্রিক টন কাঁচামালও রয়েছে।
ব্রাজিল ও কানাডা ৫০ লাখ করে ট্যাবলেট পাবে দ্বিতীয় চালানে। প্রথম চালানে ব্রাজিলকে ০.৫৩ মেট্রিক টন কাঁচামাল (এপিআই) দেয়া হবে।
সূত্র জানায়, বাংলাদেশ ২০ লাখ, নেপাল ১০ লাখ, ভুটান ২ লাখ, আফগানিস্তান ৫ লাখ ও মালদ্বীপ ২ লাখ এইচসিকিউ ট্যাবলেট পাবে। দ্বিতীয় চালানে শ্রীলঙ্কা পাবে ১০ লাখ ট্যাবলেট। দ্বিতীয় দফায় জার্মানিকে ৫০ লাখ ট্যাবলেট দেয়া হবে। প্রথম চালানে দেশটি ১.৫ মেট্রিক টন কাঁচামাল পাচ্ছে।
এছাড়া যেসব দেশ এইচসিকিউ ট্যাবলেট পাবে সেগুলো হলো সিসিলিস ও ডমিনিকান রিপাবলিক। সূত্র জানায়, ভারত মোট ১৪ মিলিয়ন ট্যাবলেট ও ১৩.৫ মেট্রিক টন কাঁচামাল সরবরাহ করবে।
Leave a Reply