কবিতার নাম- লক্ষ্মী ছেলে
কবি – মোঃ ছিদ্দিক
(দশম শ্রেণী- সুকদেব এম এম মাধ্যমিক বিদ্যালয়)
ঘরের বাহিরে যাবোনা মাগো
থাকিবো তোমার কোলে,
হাসিব ছুটিব করিব খেলা
আবার করোনা গেলে।
মরিতে আমি চাহিনা মাগো
থাকিব তোমার কোলে,
মরন এলেও মরিব হেসে
আবার করোনা গেলে।
ঘর হতে আর বের হবোনা মাগো
থাকিব তোমার কোলে,
দু,নয়ন ভরে দেখিব তোমায়
পৃথিবীর সব কিছু ভুলে।
আর বকাবকি করিসনে মা
আমি যে লক্ষ্মী ছেলে,
ঘরের বাইরে যাবনা মাগো
থাকিব তোমার কোলে।
Leave a Reply