মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়ঃ
করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে অভিবাসী বাংলাদেশীদের অনেকেই অর্থনৈতিক সংকটে পড়েছেন। এ প্রেক্ষিতে বাংলাদেশ সরকারের সহায়তার অংশ হিসেবে দূতাবাস প্রবাসী বাংলাদেশিদের মধ্যে খাদ্য সামগ্রী ও ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু করেছে ।
মানামা বাহরাইনের নবনিযুক্ত বাংলাদেশি রাস্ট্রদূত ডক্টর মোঃ নজরুল ইসলাম নিজেই উপস্থিত থেকে সমস্যাগ্রস্ত করোনায় কর্মহীন বাংলাদেশী অভিবাসীদের মাঝে খাদ্য সামগ্রী ও ত্রাণ বিতরণ করেন।
বাংলাদেশ দূতাবাস মানামা বাহরাইন এর রাস্ট্রদূত ডক্টর মোঃ নজরুল ইসলাম – বলেন বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে বাহরাইনে করোনায় কর্মহীন ক্ষতিগ্রস্ত সকল প্রবাসীদের খোঁজ খবর নেয়া এবং তাদের মাঝে খাদ্য সামগ্রী ও ত্রাণ সহায়তা প্রদান অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।
দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারীরা এ বিষয়ে সজাগ রয়েছে এবং উনাদের সাথে অসহায় কর্মহীন প্রবাসী যে কেউ যোগাযোগ করলেই তাদের যে কোন সমস্যা সমাধানের জন্য কাজ করবে।
Leave a Reply