আব্দুর রউফ রুবেল, গাজীপুরঃ গাজীপুরের কাপাসিয়া উপজেলার এক ইউপি সদস্যাকে ১০ টাকা কেজির চাল অন্যত্র বিক্রির অপরাধে ৭ দিনের জেল ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাঃ ইসমত আরা।
মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে উপজেলার চাঁদপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের তিলশুনিয়া গ্রামের ইউপি সদস্যা বিলকিস বেগম কে সরকারি চাল স্থানীয়দের বাড়িতে অতিরিক্ত মূল্যে বিক্রির অপরাধে ৭ দিনের জেল ও ৫০ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইসমত আরা।
অনুসন্ধানে জানা যায়, ইউপি সদস্যা বিলকিস প্রতি কেজি চাউল ২০ টাকা দরে তার বাড়ির আশেপাশের লোকজনের কাছে ১০ বস্তা সরকারি চাউল বিক্রি করে। এবং ৬ বস্তা চাউল বিক্রির উদ্দেশ্যে বাড়িতে রেখেছিল।পরে উপজেলা নির্বাহী অফিসারের অভিযানে তা উদ্ধার হয়। ইউপি সদস্যা বিলকিস বেগমের জন্য সরকারি চালের ৪০টি কার্ড বরাদ্দ রয়েছে। তার মধ্য থেকে ২০-৩০টি কার্ড স্থানীয় হতদরিদ্র মানুষকে প্রদান করে। বাকী কার্ড গুলো নামে-বেনামে করে নিজে চাউল তুলত।পরে তা অতিরিক্ত দামে মানুষের বাড়িতে বাড়িতে বিক্রি করে করতেন তিনি।
Leave a Reply