রোকনুজ্জামান (রকু) :
করোনা ভাইরাসের সংক্রম ঠেকাতে সামাজিক দূরত্ব বজায় রেখে সিরাজগঞ্জের চৌহালীতে উপজেলার দুস্থ ও অসহায়দের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করেছেন জেলা পরিষদের সদস্য রফিকুল ইসলাম গনি মোল্যা ।
শনিবার সকালে উপজেলার জোতপাড়া বাজারে সিরাজগঞ্জ জেলা পরিষদের বরাদ্দকৃত ২০০জন দুস্থ ও অসহায় মানুষদের এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এসময় প্রধান অতিথী ছিলেন ,উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আ’লীগের সাধারন সম্পাদক মো:ফারুক হোসেন, খাষপুকুরিয়া ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক মাসুম সিকদার,উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক মো:আরিফ সরকার ও যুবলীগ নেতা জাহাঙ্গীর খন্দকার প্রমুখ ৷
এ সময় জেলা পরিষদের সদস্য রফিকুল ইসলাম গনি মোল্যা বলেন, সামাজিক দুরুত্ব বজায় রেখে কর্মহীন, দুস্থ ও অসহায় মানুষদের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। আমরা মেহনতি হতদরিদ্রদের পাশে আছি ,থাকবো। খাদ্য সামগ্রী মধ্যে ছিল চাল, ডাল, আটা, লবন, চিনি, সাবান ও তেল।
Leave a Reply