আবদুর রহমান, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি:
লক্ষ্মীপুরের রামগঞ্জে ০৯ নং ভোলাকোট ইউনিয়ন পরিষদের দায়িত্বে আসা খাদ্যবান্ধব কর্মসূচির কয়েকদফা খাদ্যশস্য ইউপি চেয়ারম্যান বশির আহমেদ ভিপি মানিক নিজ তত্তাবধানে ইউনিয়নের সর্বস্তরের জনগনকে সাথে নিয়ে বাজেট অনুযায়ী চাউল,ডাল, আলু,পেয়াজ সহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যশস্য ধারাবাহিকভাবে বিতরণ করেছেন।করোনাভাইরাস সংক্রমন শুরু হওয়ার পর থেকে ১ম দফায় সরকারিভাবে আসা ৭৬ জনের মাঝে ১৩ কেজি করে চাউল, ২ কেজি আলু, ১কেজি পেয়াজ, ৫০০ গ্রাম মশুর ডাল,৫০০ গ্রাম চেড়া বিতরণ করা হয়। ২য় পর্যায়ে ১০০ জনের মাঝে সরকারিভাবে আসা জি আর চাউল ১০ কেজি করে, ৩য় দফায় ২০০ জনের মাঝে ১০ কেজি করে চাউল ও আড়াই কেজি করে আলু বিতরণ করা হয়। এছাড়াও ১০০ জনের মাঝে ভিজিডির আওতাধীন ৩০ কেজি করে চাল ও ৭১৫ জনের মাঝে ১০ টাকা মুল্যের ৩০ কেজি করে চাউল বিতরণ করা হয়।
ভোলাকোট ইউনিয়ণ পরিষদের চেয়ারম্যান বশির আহমেদ ভিপি মানিক ও ইউপি সচিব সাকের হোসেন মৃধা জানান, বর্তমানে করোনাভাইরাস সংক্রমণের পর থেকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উদ্যোগে ও রামগঞ্জ আসনের এমপি ড.আনোয়ার খানের নির্দেশনায় ইউনিয়ন পরিষদে বরাদ্ধকৃত খাদ্যসামগ্রী বিতরণ করেছি।স্ব স্ব ওয়ার্ডের জনপ্রতিনিধি ও গন্যমান্য ব্যাক্তিবর্গদের সহযোগিতায় বাজেট অনুযায়ী সাধারণ জনগনের মাঝে লিস্টকৃত খাদ্যশস্য নির্দিষ্ট সময়ে বিতরণ করেছি।ইউএনও ম্যাডাম নিজে উপস্থিত থেকে চাউল বিতরণে সহযোগিতা করেছেন।বরাদ্ধ কম থাকায় পুরো ইউনিয়নের সকলের মাঝে খাদ্যশস্য পৌছানো সম্ভব হচ্ছে না।তবে পর্যায়ক্রমে বিভিন্ন ধাপে সকলের ঘরে খাদ্যশস্য পৌছে যাবে ইনশাআল্লাহ।সকলকে নিরাপদ দুরত্ব বজায় রেখে বাসায় থাকার অনুরোধ জানাচ্ছি।
Leave a Reply