সিরাজগঞ্জের কাজীপুরে তুচ্ছ বিষয় ও কথাকাটাকাটির জের ধরে এক দপ্তরী কাম প্রহরীর উপর হামলা বাড়িঘর ভাংচুর ও তিনজনকে মারধর করে আহত করেছেন স্থানীয় প্রভাবশালী প্রতিপক্ষের লোকজন ।
ঘটনাটি ঘটেছে, রবিবার (১৯ই এপ্লিল) সকাল ৭ টায় কাজিপুর উপজেলার গান্দাইল ইউনিয়নে গান্দাইল গ্রামে। এ বিষয়ে অসহায় দপ্তরী আসাদুল ইসলাম (৩০) বাদি হয়ে কাজীপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন ।
অভিযোগ সুত্রে জানা যায় , তুচ্ছ বিষয় ও কথা কাটাকাটির জেরে একই এলাকার রওশন ফকিরের ছেলে সোনার উদ্দিন ও তার দুই ছেলে শরিফুল ইসলাম ও মিল্টন একত্রিত হয়ে, স্থানীয় স্কুলের অসহায় দপ্তরী আসাদুল ইসলাম ও তার পরিবারের উপর অর্তকিতভাবে হামলা করে ও তার বাড়িঘর ভাংচুর করে। পরে তাদের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায় । এই ঘটনায় দপ্তরী আসাদুলসহ তার ভাই শাহিন ও তার স্ত্রী আহত হয় । পরে তাদেরকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
এ বিষয়ে কাজীপুর থানার পুলিশ পরিদর্শক (এস আই) সারোয়ার হোসেন জানান, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত পূর্বক উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে ।
সূত্রঃ নয়া আলো
Leave a Reply