মেহেদী হাসান উজ্জ্বল,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:আমেরিকা প্রবাসী দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনি এলাকার পাতরাপাড়া গ্রামের শাহজালাল সরকার নিউইয়ার্কে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছেন। তার মৃত্যুতে স্বজনদের আহাজারীতে শোকের ছায়া পড়েছে, তার গ্রামের বাড়ীতে।
করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু বরনকারী শাহজালাল সরকার, বড়পুকুরিয়া কয়লা খনি সংলগ্ন পার্বতীপুর উপজেলার হামিদপুর ইউনিয়নের পাতরাপাড়া গ্রামের মৃত সামাদ দর্জির ছেলে।
শাহজালাল এর ছোট ভাই বিপ্লব মিয়া বলেন,শাহজালাল সরকারের স্ত্রী ও (এক ছেলে এক মেয়ে) দুই সন্তানসহ আমেরিকার নিউইর্য়াক শহরে বসবাস করতো। সেখানে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ১৮ এপ্রিল শনিবার বাংলাদেশ সময় রাত ৮টায় আমেরিকার কুইন্স হাসপাতালে তিনি মৃত্যু বরণ করেন।
হামিদপুর ইউনিয়ন চেয়ারম্যান সাদেকুল ইসলাম ঘটনা নিশ্চিত করে বলেন, শাহ জালাল সরকার ১৯৯৮ সালে ডিবি লটারীর ভিশায় আমেরিকায় যায়। এরপর থেকে তিনি সেখানেই কর্মরত।
এস/আর/শাহিন রেজা।
Leave a Reply