তুই আর আমি
মোঃ ছিদ্দিক
তুই আর আমি
তুই আর আমি বেশ ভালো বন্ধু
আমরা দু’জনেই জানি।
তোর আবদার আমার খুনসুটি,
পার হলো বছর ১২ আমাদের জুটি।
তুই আর আমি
পড়ালেখা আর শাসন-বারণ
এসবই চলে আমাদের স্মৃতিচারণ।
সন্ধ্যা তারার মত মিটিমিটি তোর কথা,
শিশির ভেজা সকালের মতো তুই নীরবতা।
নিস্তব্ধ যখন অনামিশা চারিপাশ,
বৃষ্টি বাতাসে শুনি তোর গহীন বাস।
তুই আর আমি
চির বন্ধুত্ব এক জোড়া গোলাপ,
রয়ে গেল বলা না বলা কত আলাপ
Leave a Reply