মোঃ মারুফবিল্লাহ, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধিঃসাতক্ষীরা কালিগঞ্জের তেঁতুলিয়া গ্রামে এক দিনমজুর কে পথিমধ্যে গতিরোধ করে পরিকল্পিত ভাবে পিটিয়ে আহত করেছে দূর্বত্তরা। আহত দিনমজুর খলিল গাজী (৩২) বর্তমানে কালিগঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন আছে।
প্রাপ্ত অভিযোগে জানা যায়, উপজেলার তারালী ইউনিয়নের বরেয়া গ্রামের মোসলেম গাজীর পুত্র খলিল গাজী গত রবিবার (১৯ এপ্রিল) দুপুরে শাহিনুরের মৎস্য ঘেরে কাজ শেষে বাড়ি ফেরার পথে তেঁতুলিয়া মোড়ে পৌছালে সেখানে পূর্ব থেকে ওৎ পেতে থাকা সন্ত্রাসী মিন্টু (৪০), পিং-আজিজ মাস্টার, মারুফ (৫২), পিং ফজর সানা, বাদশা সানা (৫০), মনি(৪৬), পিং-মৃত রাজ্জাক সানা, গ্রাম-তেঁতুলিয়াগণ খলিল গাজীকে পথিমধ্যে একা পেয়ে লাঠিসোটা নিয়ে তার উপর ঝাঁপিয়ে পড়ে এবং বেধড়ক পিটিয়ে জখম করে। আহত খলিল গাজী বর্তমানে কালিগঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন আছে।
ঐঘটনায় কালিগঞ্জ থানায় মামলার প্রস্তুতি চলছে। এব্যাপারে কালিগঞ্জ থানার ওসি তদন্ত মোঃ আজিজুর রহমান এর নিকট জানতে চাইলে তিনি বলেন, ঘটনার অভিযোগ পেয়েছি। বর্তমানে তদন্ত চলছে।
Leave a Reply