আব্দুল নূর, নেত্রকোনা থেকে: করোনা ভাইরাস এ যেন এক মহা আতঙ্কের নাম। প্রতিনিয়ত আক্রান্ত হচ্চে সারা বিশ্বের হাজার হাজার মানুষ।মারাও যাচ্চে অসংখ্য মানুষ। দিনের পর দিন বাংলাদেশেও করোনা রোগীর পরিমাণ বৃদ্ধি পাচ্ছে।সারা দেশের প্রায় অধিকাংশ জেলাকেই লক ডাউন করা হয়েছে।
নেত্রকোণা জেলাকে লক ডাউন করা হয়েছে অনেক দিন হয়ে গেল।স্বাভাবিক ভাবেই লক ডাউনে রয়েছে নেত্রকোনা সদর উপজেলাও।কিন্তুু তারপরও গতকাল পর্যন্ত মোট ২৯ জন করোনা সনাক্ত হয়েছে নেত্রকোনায় ।তারপরও লোকজনদের মধ্যে সচেতনতার কোন লক্ষণই নেই যেন।
প্রায়ই নেত্রকোনার সদর বাংলা ইউনিয়নের প্রতিটা গ্রামেই গণজমায়েত হতে দেখা যায়।তাই সাধারণ মানুষদের সচেতন করা এবং এই মহামারী থেকে বাঁচার জন্য সবাইকে ঘরে থাকতে আহ্বান করেন ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম সাহেব।।তিনি সদরের অত্র ইৃউনিয়নের গনজমায়েত হওয়া এলাকাগুলো প্রতিদিন পরিদর্শন করে সাধারন মানুষদের ধারে ধারে প্রতিদিন যাচ্চেন।
প্রতিদিন তাহার ইউনিয়নের প্রতিটা ওয়ার্ডে উঠান বৈঠক করে সেই ওয়ার্ড মেম্বারদের সাথে নিয়ে মানুষদের সরকার কর্তৃক সাস্থবিধি ও করোনা ভাইরাসের ব্যাপারে মানুষকে সচেতন করে তুলছেন।
তার এমন মহৎ কাজের জন্য অত্র ইউনিয়নের সকল জনগন তার প্রশংসা করছেন।
Leave a Reply