কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কাপাসিয়ায় একটি পরিবারের স্বামী-স্ত্রী ও শিশুপুত্র প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। আক্রান্ত পরিবারটি একটি নার্সিং পরিবার। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যানবিদ বায়জিদ মোল্লা এ তথ্য নিশ্চিত করেন।
করোনা উপসর্গ নিয়ে তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসে। পরে তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়। গত ২০ এপ্রিল সেমবার রিপোর্ট আসলে জানা যায় ৪ সদস্যের ওই পরিবারের ৩ জনই করোনা আক্রান্ত।
কাপাসিয়া উপজেলায় একই পরিবারের একাধিক সদস্যের করোনা ভাইরাস আক্রান্তের ঘটনা এটাই প্রথম। করোনা আক্রান্ত এই পরিবার তরগাঁও গ্রামে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সংলগ্ন ভাড়া বাসায় থাকেন।
তারা নিজ বাসায় আইসোলেশনে রয়েছে।
কাপাসিয়া, গাজীপুর
Leave a Reply