ভোলা প্রতিনিধি মোঃ ছিদ্দিকঃ
করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে ভোলার দৌলতখানে কর্মহীন হয়ে পড়া অসহায় শ্রমজীবী মানুষের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করেছেন সেচ্ছাসেবী সংগঠন শান্তি সবুজ। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে সামাজিক দূরত্ব বজায় রেখে পৌরসভার ৫০ জন অসহায় শ্রমজীবী পরিবারের মাঝে এসব ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
ইফতার সামগ্রীর মধ্যে রয়েছে ছোলা, চিড়া, পেঁয়াজ, চিনি ও মুড়ি ।
এ সময় উপস্থিত ছিলেন, পৌরসভা ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. আলাউদ্দিন, সেচ্ছাসেবী সংগঠন শান্তি সবুজ এর প্রতিষ্ঠাতা পরিচালক আমেনা সুলতানা ঐশী, সাংবাদিক মামুন ও সোহেব।
সেচ্ছাসেবী সংগঠন শান্তি সবুজ এর প্রতিষ্ঠাতা পরিচালক আমেনা সুলতানা ঐশী বলেন, করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়েছে শ্রমজীবী অসহায় মানুষ। এই সংকটময় দিনে পৌরসভার ৫০ পরিবারকে মাহে রমজান উপলক্ষে ইফতার সামগ্রী প্রদান করা হয়েছে। আমাদের সংগঠনে সদস্য হলো ২০ জন। তারা সবাই শিক্ষার্থী। তাদের উদ্যোগে আমরা এ ইফতার সামগ্রীর আয়োজন করেছি।
Leave a Reply