নিজস্ব প্রতিবেদক:
প্রাণঘাতী করোনাভাইরাসের তোপে বিশ্বজুড়ে চলছে লকডাউন। বাংলাদেশেও এর প্রকোপ পড়েছে। ফলে সংক্রমণ রোধে সরকার ঘোষিত সাধারণ ছুটি চলছে দেশে। এতে কাজ হারিয়ে বিপাকে পড়েছেন নিম্নআয়ের মানুষ। ফলে খাদ্যসামগ্রী নিয়ে অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছেন ছাত্রলীগের নেতাকর্মীরা।
বুধবার (২২ এপ্রিল) সকাল ৯ টায় এ কার্যক্রম শুরু করেন মহিপুর থানা ও কুয়াকাটা পৌর ছাত্রলীগের নেতাকর্মীরা।
জানা গেছে, কুয়াকাটা পৌর শহরের রাখাইন মহিলা মার্কেট মাঠে এই সবজি বাজার বসে।প্রত্যেক অসচ্ছল পরিবারকে বিনামূল্যে বিতরণ করছেন এসব সবজি।
এমন উদ্যোগ নিয়েছেন কুয়াকাটা পৌর ছাত্রলীগের সভাপতি মোঃ মজিবুর রহমান । তার অনুসারী ছাত্রলীগের নেতাকর্মীরা ‘ফ্রি সবজি বাজার’ নামে চালু করা এ কার্যক্রম। টেবিলে রাখা হয়েছে মিষ্টি কুমড়া, টমেটো, লাউ, বাঁধা কপি ও ঢেড়শ। অসচ্ছল ও যাদের কেনার সামর্থ্য নেই এমন প্রত্যেক পরিবারকে প্রয়োজন অনুযায়ী সবজি সরবরাহ করছেন ছাত্রলীগ নেতাকর্মীরা।
এ উদ্যোগক্তা ছাত্রলীগ নেতা মুজিবুর রহমান গণমাধ্যমকে বলেন,
করোনার কারণে অসহায় অবস্থায় থাকা মানুষের মাঝে বিনামূল্যে সবজি বিতরণ করছি আমরা। টেবিলে রাখা হয়েছে মিষ্টি কুমড়া, টমেটো, লাউ, বাঁধা কপি ও ঢেড়শ। অসচ্ছল ও যাদের কেনার সামর্থ্য নেই এমন প্রত্যেক পরিবারকে প্রয়োজন অনুযায়ী সবজি সরবরাহ করছি। আমাদের এ কার্যক্রম চলমান থাকবে।
এ বিষয়ে মহিপুর থানা ছাত্রলীগ নেতা আরিফ বিল্লাহ জানান ,
বুধবার থেকে এ কার্যক্রম শুরু করা হয়েছে। প্রত্যেক সপ্তাহে শুক্রবার সকাল ৯ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত সাপ্তাহিক ফ্রি সবজি বাজার বসবে। অনেকে আর্থিকভাবে কষ্টে আছেন। তাদের কথা চিন্তা করে আমরা এ উদ্যোগ নিয়েছি। আমাদের এ কার্যক্রম সব ওয়ার্ডে চলবে।
এসময় কুয়াকাটা পৌর ছাত্রলীগ নেতা আবু বক্কর আল আবির , মিরাজুল ইসলাম বাবু , এইচ এম আল-আমিন ইসলাম জুয়েল , সোহেল রানা ও সোহাগ দফাদারসহ ছাত্রলীগের নেতা কর্মীরা উপস্থিত ছিলো।
Leave a Reply