রামগড়(খাগড়াছড়ি)উপজেলা সংবাদদাতাঃ
প্রানঘাতি করোনা ভাইরাস প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে পড়া উপজেলার ১৩০ জন পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দিয়েছেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ।
জেলার বিভিন্ন উপজেলায় চলমান খাদ্য সহায়তা বিতরণের অংশ হিসেবে বৃহঃবার দিনব্যাপী রামগড়ের পাতাছড়া, নাকাপা, চৌধুরীপাড়া, মাস্টারপাড়া, কালাডেবা, সোনাইপোল,বল্টুরামটিলাসহ বিভিন্ন প্রত্যন্ত এলাকায় খাদ্য সামগ্রী পৌছে দিয়েছেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের সদস্যরা। এসময় সাধারণ মানুষকে সরকারি নির্দেশনা মেনে ঘরে থাকার আহবান জানানো হয়।
খাদ্য সহায়তা বিতরণকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মো. রেজাউল করিম, দপ্তর সম্পাদক ইঞ্জি: লোকমান হোসাইন, কেন্দ্রীয় নেতা এইচ এম হেলাল, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. শাহআলম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো: নিজাম উদ্দিন, সাংবাদিক সাহাদাত হোসেন ও সাংবাদিক রতন বৈষ্ণব ত্রিপুরাসহ জেলা- উপজেলার নেতৃবৃন্দ প্রমুখ।
Leave a Reply