আব্দুল নূর,নেত্রকোনা থেকেঃদেশের এমন পরিস্থিতিতে চলছে সারা দেশে লকডাউন।এক জেলা থেকে অন্য জেলায় যাওয়া সম্পূর্ণ নিষেধ। করোনা মোকাবিলায় সরকার নানা পদক্ষেপ নিয়েছে আর সেগুলো বাস্তবায়ন করার জন্য রাত দিন কঠোর পরিশ্রম করে যাচ্ছে পুলিশ- প্রশাসন।ঠিক এমন এক মুহুর্তে নেত্রকোনা বাসস্ট্যান্ড গতকাল রাত ২.৫০মিনিট এ পুলিশের নিয়মিত ডিউটি তদারকিকালে একটি বাস কিলো ১ এর সাহায্যে সিগনাল দিয়ে চেককালে এতে নারী, পুরুষ ও ছোট বাচ্চাসহ ৪১ জন যাত্রী পাওয়া যায়।
জিজ্ঞাসাবাদে জানায় তারা মিরপুর ঢাকা থেকে এসেছে। গন্তব্য মোহনগঞ্জ, উদ্দেশ্য ধান কাটা।কিন্তু পুলিশ খোজ-খবর নিয়ে দেখলো তারা মিথ্যা বলছে।
পরে গাড়ির চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে গাড়িটির যাত্রীসহ পূনরায় ঢাকায় ব্যাক করানো হয়।
এ দিকে পুলিশ বলেন এ ছাড়া আমাদের আর কিছুই করার ছিলনা। যদিও অপ্রিয় কাজটি করতে আমাদের খুব খারাপ লাগছিল। নেত্রকোণাবাসীর প্রতি অনুরোধ জানিয়ে বলেন দয়া করে এরকম কাজ করার চেষ্টা কেউ করবেন না। যত রাতই হোক জেলা পুলিশকে ফাঁকি দিতে পারবেনা। এতে আপনাদের ভোগান্তি বাড়বে বই । জেলার বৃহৎ স্বার্থে ব্যাক্তিগত ক্ষুদ্র স্বার্থকে ত্যাগ করুন।
You cannot copy content of this page
Leave a Reply