অমরেশ দত্ত জয়, চাঁদপুর প্রতিনিধিঃ
চাঁদপুর সদর হাসপাতাল থেকে করোনা রোগী পালিয়েছে। রোববার (২৬শে এপ্রিল) সে হাসপাতাল থেকে পালিয়ে যায়।
এ ব্যপারে চাঁদপুর সদর হাসপাতালের আরএমও ডা. সুজাউদ্দৌলা রুবেল জানান, হাসপাতালের ওয়ার্ড থেকে কোন রোগী পালায়নি। যে রোগী পালিয়েছে সে ঢাকা ফেরত এবং করোনা পজেটিভ।তার বাসা ফরিদগঞ্জের কালির বাজার। তাকে হাসপাতালে ভর্তির প্রসিডিউরের সময় সে ভয় পেয়ে পালিয়েছে।
খবর নিয়ে জানা যায়, হাসপাতাল ছেড়ে পালানো ওই করোনা পজেটিভ রোগী আত্মগোপন করে। পরে ফরিদগঞ্জের উত্তর চরবড়ালী হাজি বাড়ির বাগানে আত্মগোপন করে।
স্থানীয়সূত্রে খবর পেয়ে ফরিদগঞ্জ থানা পুলিশ তাকে আটক করে। পুলিশ সূত্রে জানা যায়, করোনা পজেটিভ আটক ওই ব্যক্তির নাম ইব্রাহিম। তার পিতার নাম মৃত নাদিরুজ্জামান। সে ঢাকা মগবাজারে মুদি ব্যবসা করতো।
এ ব্যপারে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রকিব জানান, চাঁদপুর পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে ইফতারের কিছুক্ষণ পূর্বে সংবাদ পেয়ে দ্রুত অভিযানে নেমে তাকে আটক করি। পরে পুনরায় এ্যাম্বুলেন্সযোগে তাকে চাঁদপুর সদর হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করি।
Leave a Reply