মোঃ মারুফবিল্লাহ, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধিঃ
সাতক্ষীরার কালিগঞ্জে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৪ ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রবিবার (২৬ এপ্রিল) বিকালে উপজেলার রতনপুর বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এ সময় অধিক মূল্যে নিত্যপ্রয়োজনীয় পন্য বিক্রয়ের অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৪০ ধারা অনুযায়ী কাশেম স্টোরের মিলিককে ১০ হাজার টাকা, খলিল স্টোরের মালিককে ৫ হাজার টাকা, বিধান স্টোরের মালিককে ৫ হাজার টাকা ও রতনপুর শপিং সেন্টারের মালিককে ১০ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে।
কালিগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের চৌকস নির্বাহী ম্যাজিষ্ট্রেট সিফাতউদ্দিন অর্থদন্ড প্রদাণ করেন।
Leave a Reply