মারুফ সরকার ঢাকা থেকেঃ
করোনাভাইরাস বা কোভিড-১৯ মোকাবেলায় দিন কয়েক আগেই নিজের প্রিয় ব্যাট নিলামে তুলেছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
এর পর নিলামে নিজেদের স্মারক তুলার কথা জানিয়েছেন মাশরাফি বিন মোর্ত্তজা, এনামুল হক বিজয়, সৌম্য সরকার, তাসকিন আহমেদের মত তারকা ক্রিকেটাররা।
এবার করোনা মোকাবেলায় নিজের সংগ্রহে থাকা ২০১১ বিশ্বকাপের বাংলাদেশ দলের সকল ক্রিকেটারদের অটোগ্রাফ সহ ব্যাট ও সাবেক অধিনায়ক মাশরাফি মোর্ত্তজার অটোগ্রাফ দেওয়া ক্যাপ নিলামে তুলতে যাচ্ছেন দেশের সবচেয়ে বড় ক্রিকেট স্মারক সংগ্রাহক মোঃ জসিম উদ্দিন।
নিজের ফেসবুক একাউন্টে জসিম উদ্দিন নিজের সংগ্রহে থাকা এসব স্মারক নিলামে তুলার কথা জানিয়েছেন।
মোঃ জসিম উদ্দিন নিজের ফেসবুক একাউন্টে লিখেন, ‘দেশের এই ক্রান্তিকালে অসহায় মানুষদের পাশে দাঁড়াতে আমার সংগ্রহে থাকা ২০১১ বিশ্বকাপে বাংলাদেশ দলের সকল ক্রিকেটারের অটোগ্রাফ সহ ব্যাট এবং বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মোর্ত্তজার অটোগ্রাফ দেওয়া ক্যাপ নিলামে তুলতে চাচ্ছি। আশা করছি আপনারা সবাই এগিয়ে আসবেন।’
এর আগেও এসব সামাজিক কাজে এগিয়ে এসেছেন দেশের সবচেয়ে বড় এই স্মারক সংগ্রাহক।
কিছুদিন আগে অসুস্থ থাকা ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেলের চিকিৎসার খরচ বহনের জন্য নিজের সংগ্রহে থাকা দশটি ব্যাট দিয়ে সাহায্য করেছিলেন। এছাড়াও করোনাভাইরাসের এই সময়ে সুবিধাবঞ্চিত মানুষদেরকে খাদ্যসামগ্রী দিয়ে সাহায্য করেছেন তিনি।
Leave a Reply