মো. জোবায়ের পারভেজ শোভন, ফরিদপুর প্রতিনিধিঃ
ফরিদপুরের ভাঙ্গায় প্রশাসনের নির্দেশ উপেক্ষা করে লকডাউন ভঙ্গ করে প্রতিষ্ঠান খোলা রাখার অপরাধে ২ ব্যাবসায়ীকে কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে উপজেলার ভাঙ্গা বাজারের মোবাইল ফোন ব্যবসায়ী আতিয়ার রহমানের পুত্র নাজমুল হোসেন ও টাইল্স এর ব্যবসায়ী এসকেন মাতুব্বরের পুত্র মামুনকে ৩ দিনের কারদন্ড প্রদান করে জেল হাজতে প্রেরন করা হয়।
জানা গেছে, প্রশাসনের করোনা ভাইরাসের কারনে সবাই যখন বিপর্যস্ত তখন দিক নির্দেশনা না মেনে ওই ২ ব্যবসায়ী তাদের ব্যাবসায়ী প্রতিষ্ঠান খোলা রেখে জনসাধারনের ভীড় জমায়েত করছে এমন অভিযোগ পেয়ে ভ্রাম্যমান আদালতের একটি দল ঘটনাস্থলে যায়।
পরে অভিযোগ প্রমানিত হওয়ায় ভ্রাম্যামান আদালতের ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুর রহমান খান ও উপজেলা সহকারি কশিনার(ভুমি) মোঃ আল-আমীন যৌথভাবে ভাঙ্গা বাজারে অভিযান পরিচালনা করে এ রায় প্রদান করেন।
Leave a Reply