গোপালপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের গোপালপুরে উপজেলার ধোপাকান্দি ইউনিয়নের ভুটিয়া কামদেব বাড়িতে, গোপালপুরে প্রথম করোনা রোগী শনাক্ত হয়।
ঘটনাটি গোপালপুর উপজেলায়। উপজেলার ধোপাকান্দি ইউনিয়ন এর কামদেব বাড়ি গ্রামে, ওই নারী ঢাকার সাভারের একটি পোশাক কারখানায় কর্মরত ছিলেন।
গত ১৯ এপ্রিল তিনি গোপালপুরের একটি গ্রামে শ্বশুরবাড়িতে আসেন। তাঁর নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়। পরে ২৩ এপ্রিল রাতে পরীক্ষায় তাঁর করোনা–আক্রান্তের বিষয়টি শনাক্ত হয়।
পরদিন সকালে তাঁর বাড়ি লকডাউন করে উপজেলা প্রশাসন। আক্রান্ত নারী বাড়িতেই রয়েছেন।
গ্রামটিতে আতংকে বসবাস করছে গ্রামবাসী, লকডাউন হওয়ার বাড়িটির কথা বিবেচনা করে, মানবতার হাত বাড়িয়ে দিলেন গোপালপুর থানার ওসি মোস্তাফিজুর রহমান।
২৭ এপ্রিল বিকেলে তিনি ৭ দিনের খাবার ও ইফতারি পাঠালেন, লকডাউন হওয়া বাড়িতে।
খাবার মধ্যে রয়েছে, ১৫ কেজি চাউল, ৫ কেজি আলু, ২ লিটার তৈল, ১ কেজি ডাউল, সাবান সহ আরো অন্যান্য নিত্যপ্রয়োজনীয় দ্রব্য।
এ সময় উপস্থিত ছিলেন গোপালপুর থানার পুলিশ অফিসার এস আই আফতারুলজ্জান সোহান, পুলিশ সদস্য মো.হাফিজ উদ্দিন ও যুবলীগ নেতা মৃদুলসহ এলাকা অন্যান্য ব্যক্তিবর্গ।
Leave a Reply