মামুন কৌশিক, নেত্রকোণা প্রতিনিধি : বারহাট্টা উপজেলার বায়পুর ইউনিয়নের লামাপাড়ায় নিখোঁজের একদিন পরে এক ৫ম শ্রেণীর ছাত্রীর হাত পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ।পুলিশ ও এলাকাবাসীর কাছ থেকে জানা যায় যে,লামাপাড়ার আব্দুল মন্নাফের মেয়ে মণি আক্তার একই গ্রামের তালেব আলীর কাছে প্রাইভেট পড়তে যায়।পরে সে ফিরে না আসায় স্বজনরা অনেক খোঁজার পরও পায়নি তাকে। আজ সকালে জঙ্গলে তার লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।এ বিষয়ে বারহাট্টা থানার ওসি মিজানুর রহমান বলেন যে আমাদের পুলিশ সুপার আকবর আলী মুন্সি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।মনে হচ্ছে মেয়েটিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।উনার নির্দেশে বারহাট্টা থানা পুলিশ দ্রুত আসামীদের গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে।
Leave a Reply