মোমিন হাসানঃ আজ বাজার স্টেশনে খাবার দেওয়ার ১৮ তম রাত স্টেশনের এই মানুষগুলোকে চলমান করোনা দুর্যোগে স্টেশনে বসবাসকারী ঘরহীন ভাসমান এই মানুষগুলো পেলো এক দুর্লভ সম্মান। যা তারা তাদের জীবনে কখনো পায়নি।
প্রতিদিন বিভিন্ন মানবিক হৃদয়ের মানুষের মমতায় প্যাকেট করা খাবারের নিদিষ্ট অতিথি এসব ছিন্নমুল মানুষরাই।
রাতে সিরাজগঞ্জ জেলা আওয়ামী যুবলীগ এর সংগ্রামী সভাপতি রাশেদ ইউসুফ জুয়েল বাজার স্টেশনে এই সকল অসহায় ছিন্নমূল, ভাসমান, পঙ্গু, মানসিক ভারসাম্যহীন ও তৃতীয় লিঙ্গের প্রায় ১০০ মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করেন। রাশেদ ইউসুফ জুয়েল কে অভিনন্দন ছিন্নমুল মানুষকে নিজ হাতে খাদ্য বিতরণের জন্য। আশা করবো ভবিষৎতেও যেন সে এভাবেই মানুষের পাশে দাড়ায়।
Leave a Reply