আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
করোনাভাইরাস প্রাদুর্ভাবের ফলে সিরাজগঞ্জ সদর উপজেলার ৬ নং ছোনগাছা ইউনিয়নের কর্মহীন হয়ে পড়া, হতদরিদ্র, অসহায় দুঃস্হ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার (৪ মে) সকালে ছোনগাছা ইউনিয়ন পরিষদের উদ্যোগে ইউনিয়ন পরিষদ চত্বরে তিনশত পরিবারে ১০ কেজি করে জিআর চাউল বিতরণ
এবং সাবেক স্বাস্থ্যমন্ত্রী আলহাজ্ব মোহাম্মদ নাসিম এমপি ও সাবেক এমপি প্রকৌশলী তানভীর শাকিল জয় এর পক্ষ থেকে জনপ্রতিকে আরো এক কেজি আটা, হাফ কেজি চিনি দেওয়া হয়েছে। এসময় উপস্হিত ছিলেন, ইউপি চেয়ারম্যান সহিদুল ইসলাম, সচিব, ট্যাগ অফিসার, ইউপি সদস্যগন।
অপরদিকে, সকাল ৯টায় ছোনগাছা ইউপি’তে – জাটকা আহরণ নিষিদ্ধ সময়ে মাছ আহরনে বিরত থাকায় জেলেদের মানবিক সহায়তায় কর্মসূচী’র আওতায় ইউনিয়নের প্রতি জেলেকে বিশেষ ভিজিএফ চাউল ১২০জনকে জন প্রতি ৮০ কেজি করে চাউল সামাজিক দুরত্ব বজায় রেখে বিতরণ করা হয়েছে।
উক্ত খাদ্য বিতরণ করেন, সিরাজগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা মোঃ সাহেদ আলী, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন, ছোনগাছা ইউপি চেয়ারম্যান সহিদুল আলম, ইউপি সদস্য- শ্যামলী খাতুন, শামছুল আলম, নূরুল ইসলাম, আবুুল কালাম, আলুফা বেগম , সেলিম রেজা, আব্দুল ওহাব টুলু, আমির হোসেন, লিপি বেগম, মুকুল হোসেন, জহুরুল ইসলাম, তারিকুল ইসলাম সহ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিন্না আলী ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল্লাহ আল হাবিব রিমন ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি লিটন বাবু প্রমুখ ।
Leave a Reply