আব্দুল নূর, নেত্রকোনা (সদর) প্রতিনিধিঃ
সারা দেশে মহামারী করোনা ভাইরাসে এখন চলছে সাধারন ছুটি, বর্তমানে পরিস্থিতি ভয়াবহ রুপ নেওয়াতে একের পর এক লক ডাউন করা হয়েছে জেলা শহর গুলোকে। ফলে বিপাকে পড়তে হচ্ছে নিম্ম আয়ের মানুষের।
এ দিকে জেলার সকল সেক্টরে পুলিশ রাত দিন পরিশ্রম করে যাচ্ছে। জেলা পুলিশ সুপার মোঃ আকবর আলী মুন্সী এর নেতৃত্ব ও তদারকীতে জেলার আইনশৃঙ্খলা সুষ্ঠু স্বাভাবিক,কোভিড ১৯ এর প্রাদুর্ভাব বিস্তার রোধে সামাজিক ও শারীরিক দূরত্ব বজায় রাখা কার্যক্রম সঠিকভাবে পরিচালিত করে যাচ্ছে।
পুলিশ সুপার নেত্রকোনা উল্লিখিত কার্যক্রমের পাশাপাশি মানবিক মনুষ্যত্বের পরিচয় দিয়ে যাচ্ছেন তিনি।
এ লক্ষ্যে স্বীয় অবস্থান থেকে দুস্থ, অসহায় ও লকডাউন কারণে কর্মহীন মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছেন প্রতিনিয়ত।
এই ধারাবাহিকতায় আজকে এক মোটর শ্রমিকের ঘরে খাবার না থাকার সংবাদ পেয়ে তাৎক্ষণিক খাদ্য সামগ্রী সরবরাহ করেন তিনি।এ ভাবে প্রতিনিয়ত তিনি জেলার প্রতিটি দরিদ্র,অসহায়দের পাশে থেকে দ্বায়ীত্বের পাশাপাশি মানবিকতারও পরিচয় দিয়ে যাচ্ছেন।
Leave a Reply